East Bardhaman News: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে! গরমের হাত থেকে ট্রাফিক পুলিশকে বাঁচাতে এবার বিশেষ উদ্যোগ

Last Updated:

বিপদ এড়াতেই ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ছাতা এবং সানগ্লাস তুলে দেওয়া হল জেলা পুলিশের পক্ষ থেকে।

+
title=

পূর্ব বর্ধমান: এই তীব্র দাবদাহে রাস্তায় দাঁড়িয়ে যান চলাচল সচল রাখার কাজে ব্যস্ত ট্রাফিক পুলিশ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এতে বড় বিপদ ঘটতে পারে। আর সেই বিপদ এড়াতেই ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে ছাতা এবং সানগ্লাস তুলে দেওয়া হল জেলা পুলিশের পক্ষ থেকে।
সোমবার পূর্ব বর্ধমান জেলা পুলিশ যান চলাচলের বিষয়টি মুসলিম রাখার কাজে নিযুক্ত ট্রাফিক কর্মীদের হাতে গরমের সঙ্গে লড়াই করার মত বিশেষ সামগ্রিকগুলো তুলে দেয়।
advertisement
দক্ষিণবঙ্গে এক্ষুণি স্বস্তি আসছে না। হাওয়া অফিস জানিয়েছে এই গোটা সপ্তাহজুড়েই তপপ্রবাহ চলবে। ফলে ট্রাফিক পুলিশের কাজটা আরও কঠিন হয়ে উঠছে। কিন্তু পথ নিরাপত্তার স্বার্থে ট্রাফিক পুলিশ কর্মীদের এই দায়িত্ব পালন থেকে রেহাই দেওয়ার সুযোগও নেই। আর তাই তাঁদের স্বাস্থ্যের দিকটি মাথায় রেখেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।
advertisement
খণ্ডঘোষ, রায়না এবং মাধবডিহি এই তিনটি থানার ওসি ট্রাফিকের উদ্যোগে ছাতা ও সানগ্লাস তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, সিআইসি সুব্রত ঘোষ, রায়না থানার ওসি সৈকত মণ্ডল, খণ্ডঘোষ থানার ওসি সুব্রত ঘোষ, মাধবডিহি থানার ওসি উত্তাল সামন্ত, সেহারা বাজার ফাঁড়ির ওসি প্রীতম বিশ্বাস ও সেহারাবাজার ট্রাফিক গার্ডের ওসি প্রদীপ কুমার পাল সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে! গরমের হাত থেকে ট্রাফিক পুলিশকে বাঁচাতে এবার বিশেষ উদ্যোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement