Purba Bardhaman News: পূর্ব বর্ধমানে এই গ্রামের বাসিন্দাদের জীবিকা বাঁশের বেত শিল্প

Last Updated:

বাঁশের তৈরি হাতের কাজের আগে বেশ চাহিদা থাকলেও বর্তমানে আর তেমন বাজার নেই। তাই শিল্পীরা বেশ দারিদ্রে ভুগছেন।

+
title=

পূর্ব বর্ধমান: এখন আপনাদের এমন একটা গল্প শোনাবো যেটা শুনলে হয়ত আপনাদের সত্যিই ভাল লাগবে। তবে তার আগে কিছু কথা না বললেই নয়। যেমন ধরুন গ্রাম হোক অথবা শহর আমদের প্রতিদিনের জীবনে বাড়িতে এবং বিভিন্ন কাজে কিছু জিনিসের প্রয়োজন হয়, যেমন এখনও প্রায় বাড়িতে একটা নিত্য প্রয়োজনীয় জিনিস হল বাঁশের ঝুড়ি। সবজি রাখতে অথবা বিভিন্ন জিনিস রাখার জন্য এটা প্রায় বাড়িতেই লক্ষ্য করা যায়। আবার কিছু কিছু জিনিস আছে যেমন বাঁশের তৈরী ফুলের সাজি, টুপি ইত্যাদি।আবার কিছু কিছু জিনিস আছে যেমন বাঁশের তৈরী ফুলের সাজি, টুপি ইত্যাদি।
বিভিন্ন সময়ে হস্তশিল্পের মেলা অথবা অন্যান্য মেলাতেও বাঁশের তৈরী ঘর সাজানোর বিভিন্ন জিনিস দেখতে পাওয়া যায়। কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন যে কোথায়? কিভাবে তৈরী হয় এই জিনিস ? কতক্ষনই বা সময় লাগে তৈরী হতে ? চলুন তাহলে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন ঃ আদালত বাহিনী থাকার মেয়াদ বাড়ানোয় পড়াশোনা লাটে
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ১ নম্বর ব্লকের দিগনগর ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি গ্রাম হল যাদবগঞ্জ। এই গ্রামে প্রায় ৩৫০০ মানুষের বসবাস। এই যাদবগঞ্জ গ্রামের প্রত্যেকেই এই বাঁশ শিল্পের সঙ্গে জড়িত। গ্রাম ঢুকলেই দেখতে পাবেন প্রত্যেক বাড়ির বেশিরভাগ মহিলারাই বিভিন্ন রকম বাঁশের কাজ করছেন। ছোট থেকে বড় প্রত্যেকেই এই কাজের সঙ্গে যুক্ত।
advertisement
advertisement
ষাট বছরেও বেশি বয়সের এক মহিলা এই শিল্প প্রসঙ্গে জানান, “পাঁচ ছয় বছর বয়স থেকেই এই কাজ করছি। আমাদের গ্রামের সবাই এই কাজ করে। আমি মা বাবার কাছে এই কাজ শিখেছি।”
আরও পড়ুন ঃ মাত্র ৩০ টাকায় চিকেন বিরিয়ানি! কোথায় পাওয়া যাচ্ছে, জেনে নিন
বাঁশ কেটে তারপর এনারা তার থেকে বেত তৈরী করেন এবং তার পরই শুরু করেন বিভিন্ন জিনিস বানানো। জানা গেছে, বেত রেডি থাকলে সারাদিন পরিশ্রম করলে পাঁচ থেকে ছয়টি জিনিস বানানো সম্ভব। তবে শুধু বাঁশের ঝুড়ি নয়, এই গ্রামের বাসিন্দারা জুয়েলারি বক্স, পেনদানি, ফুলদানি, হ্যারিকেন, ফুলের সাজি এবং বড় জিনিসের ক্ষেত্রে বাঁশের পেতে, কুলো আরও বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে থাকেন।
advertisement
এখনও অবধি এই যাদবগঞ্জের তৈরী বাঁশ শিল্প পাড়ি দিয়েছে উড়িষ্যা, দিল্লি, বোলপুর, পুরুলিয়ার মত জায়গায়। এই প্রসঙ্গে ললিতা মাহালি নামে এক মহিলা শিল্পী জানান, “আমি নতুন তো এই ১২ থেকে ১৫ বছর হবে এই কাজ করছি এবং মা দের কাছে শিখেছি। উনারা দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছে। এই গ্রামের সবাই এই পেশার সঙ্গেই যুক্ত। আমাদের রোজগার এই কাজ থেকে এবং ক্ষেতে কাজ করে হয়। গ্রামের প্রায় বাসিন্দার এটাই পেশা, সকলেই পেতে, ঝুঁড়ি, কুলো এইসবই তৈরী করে। এই সূক্ষ্ম কাজ গুলো আমরা শিখেছি একটা এনজিও এসেছিল এর মাধ্যমে আমরা শিখেছি। ২০১৭ সালে সূক্ষ্ম কাজ শিখেছিলাম।”
advertisement
আরও পড়ুন ঃ গ্রীষ্মের ছুটির কারণে শেষ হয়নি সিলেবাস! এই স্কুলের নতুন নিয়ম জানলে অবাক হবেন
বর্তমানে যাদবগঞ্জের বাঁশ শিল্পীরা তাদের এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে চান। কিন্তু ওনাদের দাবী উনারা কোনরকম সাহায্য পাচ্ছেন না। এই বিষয়ে মহিলা শিল্পী ললিতা মাহালি আরও জানান, “কেউ যদি আমাদের পাশে এসে দাঁড়াতো যে আপনারা কাজ করুন, আপনাদের তৈরী জিনিস আমরা নিয়ে যাবো, আপনাদের তৈরী জিনিস নষ্ট হবেনা অথবা আমরা ভরসা দিচ্ছি। এইধরনের হেল্প পেলে আমাদের খুবই ভাল হত। আমরা এখনও সরকার থেকে কোনও রকম সুযোগ সুবিধা পাই না।”
advertisement
যাদবগঞ্জের এই শিল্প এক সময়ে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে অন্য রাজ্যে পাড়ি দিলেও বর্তমানে আর সেরকম বাজার নেই। গ্রামবাসীরা সরকারের কাছে আবেদন জানিয়েছেন যাতে তাদের তৈরী এই জিনিস বিক্রির পথ তৈরী করে দেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: পূর্ব বর্ধমানে এই গ্রামের বাসিন্দাদের জীবিকা বাঁশের বেত শিল্প
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement