#পূর্ব বর্ধমান: পশ্চিমবঙ্গের বহু মানুষের পর্যাপ্ত ঘর বাড়ি নেই। সে কথা মাথায় রেখে ২০১৬-১৭ সালে এম আর টি.জি.ও.আই .এফ.ওয়াই.ওয়াই ইউনিট সহায়তায় গৃহহীন পরিবার ও কাঁচা বা জরাজীর্ণ ঘরে বসবাসকারী পরিবারগুলিতে ১৩০০০০ টাকা দিয়ে বাংলার আবাস যোজনা শুরু হয়। গোটা রাজ্যেই চলছে এই আবাস যোজনার ঘর তৈরির টাকা দেওয়ার কাজ।
সেই রকমই রায়না দু' নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিকের ছেলের নাম আসে ওই আবাস যোজনার তালিকায়। পরিবারের অভিভাবক তিনি নিজেই। ছোটো একটা ভাঙা মাটির বাড়িতেই বসবাস করেন গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিকের পরিবার। সেখানকার ভিআরপিদের সহায়তায়পার্বতী দেবী বাংলার আবাস যোজনার জন্য আবেদন করেন। তবে এরইমধ্যে বাবার দেওয়া জমি বিক্রি করেই বাড়ি বানাতে শুরু করে করেন পার্বতী।
আরও পড়ুন : এই পরিবারের সদস্যরা রাঁধেন তেলেঙ্গানায়, স্নান করেন মহারাষ্ট্রে
নানা মতবিরোধের মধ্যেই এই খবর সারা ফেলেছে জেলায়। গ্রাম পঞ্চায়েত সভাপতি এর এই কাজকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। যেহেতু তাঁর বাড়ি তৈরি হয়ে গিয়েছে তাই পার্বতী দেবী এই প্রকল্প থেকে তার ছেলের নাম স্ব-ইচ্ছাই বাদ দিয়ে দেন। তিনি চান অন্য কোনও মানুষ যাতে সেই টাকা পায় তার জন্য সমস্ত রকম চেষ্টা চালিয়ে যেতে। আবাস যোজনা নিয়ে ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রশাসনিক মহলে। জেলার চারটি সাব ডিভিশনের চারটে কন্ট্রল রুম রয়েছে। প্রতিটি কন্ট্রোল রুমের দায়িত্বে আছেন একজন করে প্রশাসনিক আধিকারিক। জেলাশাসকের অফিসে ও SDO দফতরের সামনে রয়েছে কমপ্লেন বক্স। সেখানেই অভিযোগ জমা করতে পারবেন সকলে। জেলায় থ্রি লেভেল এনকোয়ারি হচ্ছে।
Malobika Biswasনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Awas Yojana