East Bardhaman News: ফের এল সরকারি রাখি তৈরির বরাত, খুশি শিল্পীরা 

Last Updated:

গত দু বছর ধরে করোনার জেরে মেলেনি বরাত। যার ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছিলেন রাখি শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরা। তবে দু বছর পর ফের মুখে হাসি ফুটল কালনার রাখি শিল্পীদের।

+
title=

#পূর্ব বর্ধমান: গত দু বছর ধরে করোনার জেরে মেলেনি বরাত। যার ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছিলেন রাখি শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরা। তবে দু বছর পর ফের মুখে হাসি ফুটল কালনার রাখি শিল্পীদের। এ বছর মিলেছে সরকারি রাখি তৈরির বরাত। কালনার জগন্নাথ তলা এলাকায় কালনা উইভার্স অ্যান্ড আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটির কাছে দু বছর পর ফের মিলেছে পশ্চিমবঙ্গের যুবকল্যাণ দফতরের তরফে সাড়ে ছ লক্ষ সরকারি রাখির বরাত। অন্যদিকে খাদি বোর্ডের তরফেও ১০ হাজার রাখির বরাত মিলেছে। সংস্থার তরফে জানানো হয়েছে , গত দু বছর করোনার জেরে সরকারি রাখির বরাত মেলেনি। এ বছর সরকারের রাখির বরাত এসেছে। পাশাপাশি রাখিরও চাহিদা অন্যান্য বারের তুলনায় অনেক বেশি বলছেন সংস্থার সেক্রেটারি। যার ফলে খুশি শ্রমিকেরা। বলা বাহুল্য করোনার জেরে দু বছর ব্যবসা মার খাওয়ার পর ফের ঘুরে দাঁড়িয়েছে কালনা রাখি শিল্প।
আরও পড়ুন: শ্রাবণ মাসে শিবের নয় গ্রামবাসী পুজো করেন কালীর! বর্ধমানের গ্রামে ঘটে অবাক ঘটনা!
উল্লেখ্য, কয়েক বছর ধরেই রাজ্য সরকার রাখি বিলি করেছে। সেই বরাত পায় কালনা উইভার্স অ্যান্ড আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটি। প্রতি বছর বরাত পাওয়া রাখি শিল্পীদের দিয়ে তৈরি করায় এই সংস্থা। যার ফলে কয়েক বছরে বাড়তি রোজগারের মুখ দেখেছিলেন কালনার রাখি শিল্পীরা। কিন্তু করোনা সেই রোজগারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে করোনা আবহ যেতেই ফের বরাত এল রাখির। স্বাভাবিক ভাবেই খুশি রাখি শিল্পীরা।
advertisement
কালনা মহকুমার বহু মানুষ রাখি তৈরির কাজে যুক্ত। অনেকে বাড়িতে বসে তৈরি করেন রাখি, আবার অনেকে কাজ করেন রাখি তৈরির কারখানায় । সব মিলিয়ে কালনার বেশিরভাগ মানুষ যুক্ত রাখি তৈরির সঙ্গে। তবে দু বছর সেই কাজে কিছুটা হলেও পড়েছিল ভাটা। যদিও ভিন রাজ্য থেকে বরাত এসেছিল। তবে এবছরও আশানুরূপ আয় হবে বলেই মনে করছেন শিল্পীরা।
advertisement
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: ফের এল সরকারি রাখি তৈরির বরাত, খুশি শিল্পীরা 
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement