Sawan 2022 | Bardhaman News: শ্রাবণ মাসে শিবের নয় গ্রামবাসী পুজো করেন কালীর! বর্ধমানের গ্রামে ঘটে অবাক ঘটনা!
- Published by:Piya Banerjee
Last Updated:
Sawan 2022 | Bardhaman News: এই গ্রামে শ্রাবণ মাসে হয় সোনার কালীপুজো। গ্রামের মাঝে কালীতলায় ঠাকুর আসেন। দেবীর মূর্তি সোনা আর অষ্টধাতুর। একটি প্রাচীন রথে চেপে দেবীমূর্তি আসে কালীতলায়। রয়েছে আরও নানা অবাক করা ঘটনা
#পূর্ব বর্ধমান: গ্রামবাংলার বুকের ভিতরে রয়েছে সম্প্রীতির সুর। সম্প্রীতির এই সুর বেজে ওঠে গ্রামের ঘরের সামাজিক উৎসবে। সেরকমই এক সম্প্রীতির উৎসব হল পূর্ব বর্ধমান জেলার প্রাচীন গ্রাম এরুয়ারের শ্রাবণ মাসের কালীপুজা। এই পুজোকে কেন্দ্র করে হয় সাতদিনের মেলা। বসে হাট। জমে ওঠে বেচাকেনা। হিন্দু , মুসলিম সবার বাড়িতে আত্মীয় স্বজন আসেন এই সময়ে। এই আত্মীয়তার বন্ধন তাদের কাছে বিনিসুতোর মালা।
এরুয়ার কর্জনা চটি, বামুনাড়া পেরিয়ে মুরাতিপুর মোড়।সেই রাস্তা দিয়ে তিন কিলোমিটার গেলেই এরুয়ার গ্রাম। বাংলার বৈষ্ণব আর তন্ত্রমতে শাক্তধারার যুগল বন্ধনের ধারা আজও বয়ে চলেছে লোকোৎসব। এই গ্রামে শ্রাবণ মাসে হয় সোনার কালীপুজো। গ্রামের মাঝে কালীতলায় ঠাকুর আসেন। সোনা আর অষ্টধাতুর মূর্তি। একটি প্রাচীন রথে চেপে দেবীমূর্তি আসে কালীতলায়। সেই মূর্তি নিয়ে প্রদক্ষিণ করা হয় গোটা গ্রাম। শুরু হয় পুজো। পুজো ঘিরে সকলেই মেতে ওঠেন উৎসবে।
advertisement
advertisement
সাতদিন ধরে চলে মেলা। মাটির পুতুল, নাগরদোলা আর মিষ্টি নিয়ে আজও চলে আসছে এই সাবেকি মেলা। তার সঙ্গেই পুরনো গ্রামের হাটে চলে কেনাকাটা। লোটো গান, বাউল গান নিয়ে চলে সাতদিনের উৎসব। এইগ্রামে বাস চার হাজার পরিবারের বাস। প্রায় চল্লিশ শতাংশই মুসলিম এই গ্রামে। এই কালীপুজোর আয়োজন করেন সকল গ্রামবাসী মিলে । স্থানীয়রা জানান , শুধু এই পুজো নয় গ্রামের সব পুজো উৎসবে হিন্দু মুসলিম এসব কোনও ভেদাভেদ নেই। সব উৎসবেই গ্রামের সকলে মিলে হাতে হাত মিলিয়ে কাজ করা হয় । আর এই সোনার কালী পুজোয় উৎসবে মেতে ওঠে গ্রামবাসী । বহু বছর ধরে এই পুজো হয়ে আসছে। সাত দিন ধরে মেলা হয় হাট বসে ।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
July 29, 2022 4:25 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Sawan 2022 | Bardhaman News: শ্রাবণ মাসে শিবের নয় গ্রামবাসী পুজো করেন কালীর! বর্ধমানের গ্রামে ঘটে অবাক ঘটনা!