East Burdwan News: শীতের কম্বল ছেড়ে এখন আসন, ২৫০ বছরের পুরানো শিল্প এভাবেই বদলেছে এখানে 

Last Updated:

বর্তমানে তারা আসন নিয়েই বেঁচে আছেন । তাদের জমি জায়গা কিছুই নেই। সোর্স অফ ইনকাম বলতে আসন শিল্পই সম্বল।

+
পাটুলির

পাটুলির কম্বল শিল্প 

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর পাটুলি গ্রাম । এই পাটুলি গ্রামের ভকত পাড়ায় রয়েছে শিল্পীদের বসবাস। এখানকার শিল্প হচ্ছে কম্বল এবং আসন শিল্প। খুব কম হলেও প্রায় ৭০ থেকে ৮০ টি পরিবার এই শিল্পের সঙ্গেই যুক্ত। তবে ভকত পাড়ার সকলেই এখন শুধুমাত্র আসন তৈরি করেন। শীতকাল পড়ে গিয়েছে । একটা সময় ছিল যখন ভকত পাড়ার শিল্পীদের শীতের আগে দম ফেলার সময় থাকত না । জোর কদমে চলত কম্বল তৈরির কাজ । সকল শিল্পী ব্যস্ত থাকতেন ওই কাজে । পাটুলির কম্বলের তখন ভাল চাহিদা ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আজ সেই শিল্প বিলুপ্ত হয়ে গিয়েছে ।
তবে কেন হারিয়ে গেল এই শিল্প? এই বিষয়ে শ্যামল ভকত নামে এক শিল্পী জানান,একটা কম্বল তৈরি করতে যে কস্টিং পড়বে, যে লেবার চার্জ পড়বে তাতে সেটা সাধারণ মানুষের কেনার বাইরে পড়ে যাচ্ছে। একটা কম্বল করতে গেলে হাজার বারো’শ টাকা পড়বে। ওই টাকা দিয়ে সাধারণ মানুষ কিনতে পারবে না। কম্বলের মার্কেটটা কমে যাবে। কিন্তু আসনের বাজার এখনও রয়েছে। যেকোনও অনুষ্ঠান তা সে শ্রাদ্ধই হোক বা বিয়েবাড়ি, সব জায়গাতেই দরকার হয় কম্বল আসনের। ফলে বাজারের চাহিদা মেনে শিল্পীরা বন্ধ করেছেন শীতের কম্বল। আসনের কাজ করে একদিনেই পয়সা পেয়ে যাচ্ছেন তারা। সেই জায়গায় একটা কম্বলের কাজ করে ১৫ দিনে টাকা পাচ্ছেন। সেই ১৫ দিন সে কি খাবে সেটা ভাবতে হচ্ছে। তাই কম্বল শিল্পীরা বিবর্তিত হতে হতে আজ আসনে টিকেছেন।
advertisement
advertisement
আগে যখন কম্বল তৈরি হত তখন বাইরে বিভিন্ন জায়গায় তা যেত। কম্বল হল শুদ্ধ জিনিস তাই গ্রামবাসীদের মধ্যেও কম্বলের ব্যবহার ছিল। তবে বর্তমানে মার্কেটে এখন অন্য ধরনের কম্বল বিক্রি হচ্ছে। বাজারে যে কম্বল তৈরি হচ্ছে তার দামও অনেক কম । তাই এখন হাতে তৈরি কম্বলের চল আর নেই। শিল্পী শ্যামল ভকত আক্ষেপের সুরে বলেন সরকারি সহযোগিতা পাওয়া গেলে আজ এই শিল্পের এই দুর্দশা হত না।
advertisement
একটি বেসরকারি সংস্থা শিল্পীদের সঙ্গে যোগাযোগ করেছিল একবার , এবং একটা কারখানা খোলা হয়েছিল। কারখানার মধ্যে কম্বলও বেশ ভালোই তৈরি হত। তবে বর্তমানে সেই কারখানা এখন বন্ধ। এছাড়াও ছিল পাটুলি কম্বল শিল্প সমিতি। সেটাও এখন বন্ধ হয়ে গিয়েছে। তাই এখন কম্বল ছেড়ে আসন তৈরি করেই দিন যাপন করতে হচ্ছে শিল্পীদের । বর্তমানে তারা আসন নিয়েই বেঁচে আছেন ।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: শীতের কম্বল ছেড়ে এখন আসন, ২৫০ বছরের পুরানো শিল্প এভাবেই বদলেছে এখানে 
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement