East Bardhaman News: নিজের বাড়ি আপনিও সাজিয়ে তুলতে পারেন এইভাবে, দেখুন পুরোটা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
বাড়ির বাইরের দেওয়াল দুর্দান্তভাবে সাজিয়ে তোলার সুযোগ পশ্চিমবঙ্গবাসীর কাছে
পূর্ব বর্ধমান: নিজের বাড়ি সুন্দরভাবে সাজানোর জন্য বর্তমানে অনেকেই বহু টাকা খরচ করেন। তবে বেশিরভাগই বাড়ির অভ্যন্তরীণ অংশে নজর দেন, কিন্তু বাইরেরটা নিয়ে অতটা ভাবেন না। কিন্তু এবার চাইলে বাড়ির বাইরের অংশও সাজিয়ে তুলতে পারবেন আকর্ষণীয় ভাবে। এরকমই সুন্দর একটা কনসেপ্ট নিয়ে এসেছে পূর্ব বর্ধমানের ছেলে কুমারদীপ্ত সূত্রধর। নিজের বাড়ির বাইরের অংশ সে সাজিয়ে তুলেছে আকর্ষণীয় ভাবে। এখন তার বাড়ি দেখলে পথ চলতি অনেকেই থমকে দাঁড়ান। কেউ কেউ তো সেলফি নিতেও ছাড়েন না।
কুমারদীপ্তর বাড়ি পূর্ব বর্ধমান জেলার পাটুলিতে। ছোট থেকেই আঁকার উপর ঝোঁক ছিল। সেইমত স্কুলে পড়ার সময় থেকেই শিল্পী হওয়ার স্বপ্ন দেখতো। স্কুলজীবন শেষ হলে সেই স্বপ্ন এবং লক্ষ্য নিয়েই কলেজে ভর্তি হয়। ২০১৪ সালে বিএফএ নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। তার পর থেকেই শুরু করে পেন্টিং এবং স্কাল্পচারের কাজ। সেই দক্ষতা কাজে লাগিয়ে কুমারদীপ্ত তাঁর বাড়ির বাইরের বাইরের অংশের সম্পূর্ন কাজ নিজেই করেছেন।
advertisement
advertisement
এই প্রসঙ্গে কুমারদীপ্ত সূত্রধর জানান, সম্পূর্ণ পেন্টিং তিনি নিজেই করেছেন । সবার সামনে নজির গড়তেই তিনি এমন পদক্ষেপ করেছেন বলেও জানান।
কুমারদীপ্তর অনেক আগে থেকেই চিন্তা ভাবনা ছিল তার বাড়ির সামনে এরকম একটা ছবি আঁকবে। কিন্তু প্রথম দিকে তার কাছে পর্যাপ্ত টাকা না থাকার কারণে করতে পারিনি। পরবর্তীতে দীর্ঘ পরিশ্রমের পর সে সুন্দর রাধাকৃষ্ণের ছবি ফুটিয়ে তুলেছে তার নিজের বাড়ির দেওয়ালে। এই ছবি আঁকতে তার সময় লেগেছে প্রায় ২০ দিন। দিনে এবং রাতে দু’বেলা তাকে কাজ করতে হয়েছে। কাজের সাহায্যের জন্য একজনকে সঙ্গে রাখলেও। তার কাজ পছন্দ না হওয়ায় তাঁকে বাদ দিয়ে নিজেই একা হাতে সম্পুর্ন কাজ শেষ করেন। তবে শুধু ওয়াল পেন্টিং নয় । কুমারদীপ্ত জানিয়েছে, কাঠের যেকোনও ধরনের মূর্তি বানিয়ে দিতে পারবেন। থ্রি ডি কাজও সে করেন।
advertisement
পূর্ব বর্ধমানের কুমারদীপ্ত যেভাবে তাঁর বাড়ি সাজিয়েছেন চাইলে আপনারাও ওইরকম বিভিন্ন ধরনের পেন্টিংয়ের সাহায্যে নিজের বাড়ি সাজিয়ে তুলতে পারবেন। যে কোনও প্রান্তে গিয়ে কাজ করতে প্রস্তুত পাটুলির কুমারদীপ্ত। এর জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করুন ৯০৪৪৪১৩০৭০
এই নাম্বারে।
বনোয়ারীলাল চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2023 9:16 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: নিজের বাড়ি আপনিও সাজিয়ে তুলতে পারেন এইভাবে, দেখুন পুরোটা