Kali Puja 2023: ৩৪ ফুটের কালী সঙ্গে আদিবাসী থিম, জেলার পুজোয় বড় চমক

Last Updated:

কালীপুজো উপলক্ষে চারিদিকে সাজে সাজা রব, কোচবিহারে তৈরি হচ্ছে ৩৪ ফুটের প্রতিমা

+
জেলার

জেলার সর্বোচ্চ কালী প্রতিমা

কোচবিহার: জেলার সর্বত্র কালী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর দু’সপ্তাহ‌ও বাকি নেই কালী পুজোর। এই বছর কোচবিহার জেলায় বেশ কয়েকটি থিম পুজো রয়েছে। ইতিমধ্যেই পুজোর প্রতিমা তৈরির তোড়জোড় চলছে সতীর্থ সংঘ ও পাঠাগারের কালী পুজোর। এবার তাঁদের পুজোর প্রধান আকর্ষণ ৩৪ ফুট উচ্চতার বিশাল কালী মূর্তি।
কোচবিহার জেলায় এই সর্বপ্রথম এতো বড়ো কালী প্রতিমা দেখা যাবে। সকলকে চমকে দিতে চলছে সতীর্থ সংঘ ও পাঠাগার। এছাড়াও এই বিশাল প্রতিমার পাশাপশি তাঁদের থিম থাকতে চলেছে আদিবাসী সম্প্রদায়কে নিয়ে। জেলার সকল কালী পুজোর মধ্যে এই পুজোটি এবারের সেরা পুজো হয়ে উঠতে চলেছে।
advertisement
advertisement
পুজো কমিটির সদস্য অর্কদীপ দত্ত জানান, এবারে তাঁদের কালীপুজো ৫০ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। মূলত সেই কারণে এবারে তাঁদের পুজোর বাজেট আনুমানিক ১২ লক্ষ টাকা। পুজোর আকর্ষণ হিসেবে এবার থাকছে জেলার সর্বোচ্চ কালী প্রতিমা ও থিমের আকর্ষণ। এছাড়াও থাকছে চন্দননগরের নজরকাড়া আলোকসজ্জা। সব মিলিয়ে জেলার এবার অন্যতম সেরা আকর্ষণীয় কালী পুজো হয়ে উঠতে চলেছে এই ক্লাবের এই কালীপুজো।
advertisement
এই পুজোর প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল জানান, কৃষ্ণনগর ও অসমের শিল্পীর এই বিশাল প্রতিমা তৈরির কাজ করছেন। সকলের যৌথ প্রয়াসে বেশ দ্রুত গতিতেই চলছে প্রতিমা তৈরির কাজ। দুর্গাপুজোর আগে থেকেই এই কাজ শুরু করা হয়েছিল। জেলার সুউচ্চ এই কালী প্রতিমা তৈরি করতে দুই গাড়ির মতন মাটি, দুই গাড়ি খড়, ২৩ টি বাঁশ ব্যবহার করা হচ্ছে। এই মূর্তির কাজ পুজোর দুই থেকে তিনদিন আগেই সম্পূর্ন করে দেওয়া হবে। জেলার মধ্যে সর্বোচ্চ এই কালী প্রতিমা ইতিমধ্যেই সকলের নজর আকর্ষণ করতে শুরু করেছে। পুজোর সময় এই এলাকায় নজরকাড়া ভিড় হওয়ার সম্ভবনা রয়েছে প্রবল।
advertisement
সার্থক পন্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Kali Puja 2023: ৩৪ ফুটের কালী সঙ্গে আদিবাসী থিম, জেলার পুজোয় বড় চমক
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement