Purba Bardhaman News: সতীপীঠের মাহাত্ম্য অনেক, পূর্ব বর্ধমানের এই শক্তিপীঠের গল্প জেনে নিন

Last Updated:

পৌরাণিক কাহিনী অনুযায়ী, এই গ্রামে পড়েছিল সতীর ডান পায়ের বুড়ো আঙ্গুল। তাই এই স্থানকে শক্তিপীঠ বা সতীপিঠ হিসেবে গণ্য করা হয়। একান্নপীঠের এক  সতীপীঠ ক্ষীরগ্রাম ৷

+
পৌরাণিক

পৌরাণিক কাহিনী অনুযায়ী, এই গ্রামে পড়েছিল সতীর ডান পায়ের বুড়ো আঙুল।

পূর্ব বর্ধমান: হিন্দু পুরাণ অনুসারে, মহাদেব শিবের প্রথম স্ত্রী সতীর দেহত্যাগের পর , মহাদেব তাণ্ডব নৃত্য শুরু করেন । সেই অবস্থায় মহাবিশ্বকে রক্ষা করতে ও মহাদেবের সম্বিৎ ফেরাতে ভগবান বিষ্ণু, তাঁর সুদর্শন চক্র নিক্ষেপ করে দেবী সতীর দেহকে খণ্ড খণ্ড করে দেন। সতীর দেহের ৫১ টি খণ্ড, ৫১ টি স্থানে পড়ে এবং সেই সকল জায়গায় গড়ে ওঠে সতীপীঠ । যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহা পবিত্র তীর্থস্থান ।
এমনই এক সতীপীঠ রয়েছে পূর্ব বর্ধমানের ক্ষ্মীরগ্রামে। পৌরাণিক কাহিনি অনুযায়ি, এই গ্রামে পড়েছিল সতীর ডান পায়ের বুড়ো আঙুল। তাই এই স্থানকে শক্তিপীঠ বা সতীপীঠ হিসেবে গণ্য করা হয়। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট সংলগ্ন এই গ্রামে প্রতিবছর বৈশাখ মাসের সংক্রান্তির দিন থেকে ৪ জৈষ্ঠ্য অবধি দেবী যোগাদ্যার পাঁচ দিন ব্যাপী মহাপুজো অনুষ্ঠিত হয়।
advertisement
advertisement
বর্তমানে মায়ের পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গঠিত হয়েছে পুজো কমিটি। দেবী যোগাদ্যা এবং ক্ষীরগ্রামের ইতিহাস সম্পর্কে কমিটির সদস্য অঞ্জনকুমার সামন্ত বলেন,……
advertisement
শুধু পুরান না। পূর্ব বর্ধমানের ক্ষ্মীরগ্রামে ঘিরে বর্ণিত হয়েছে রামায়ণের কাহিনীও । রামায়ণে উল্লেখিত মহিরাবণ পাতালে যে ভদ্রকালীর পুজো করতেন, তিনিই দেবী যোগাদ্যা। এই গ্রামে রয়েছে দেবীর দুই মন্দির। আদি মন্দিরটি রয়েছে জলের ওপরে এবং অন্যটি পুকুরের মধ্যিখানে অবস্থিত। জলের উপরিভাগের লাল মন্দিরে যে দেবী মূর্তি রয়েছে সারা বছর সেই বিগ্রহের দর্শন পান পুণ্যার্থীরা।
advertisement
সতীপীঠ সতীপীঠ
শোনা যায় এই মূর্তি বহু প্রাচীন এবং এই বিগ্রহকে উদ্দেশ্য করে একসময় নরবলি হত। জলের মধ্যের সাদা মন্দিরের দেবীর বিগ্রহটির বছরে মাত্র দুই দিন দর্শন পান পুণ্যার্থীরা। এছাড়াও পুজো কমিটির পক্ষ থেকে সারা বছর পুণ্যার্থীদের জন্য রয়েছে ভোগ প্রসাদ খাওয়ার বিশেষ ব্যাবস্থা। দেবীর মহিমায় ও এই স্থানের মাহাত্ম্যের টানে সাড়া বছরই পুণ্যার্থীরা ভিড় জমান এই সতীপীঠে।
advertisement
Bonoarilal Chowdhury
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: সতীপীঠের মাহাত্ম্য অনেক, পূর্ব বর্ধমানের এই শক্তিপীঠের গল্প জেনে নিন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement