Durga Puja 2022: অপু দুর্গার আম আঁটির ভেঁপু-ই এ বার এই মণ্ডপের পুজোর সানাই
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Durga Puja 2022: বিভূতিভূষণের কলম থেকে তাকে সেলুলয়েডে এনেছিলেন সত্যজিৎ রায়। সংস্কৃতিমনা বাঙালির হৃদয়ে সেই থেকেই অপু আর দূর্গার সঙ্গে চিরকালীন পল্লিজীবনের জলছবি মিলেমিশে আছে।
মালবিকা বিশ্বাস, পূর্ব বর্ধমান : 'পথের পাঁচালী’-র সঙ্গে বাঙালির প্রাণের সম্পর্ক। বিশেষ করে আম আঁটির ভেঁপু। বিভূতিভূষণের কলম থেকে তাকে সেলুলয়েডে এনেছিলেন সত্যজিৎ রায়। সংস্কৃতিমনা বাঙালির হৃদয়ে সেই থেকেই অপু আর দূুর্গার সঙ্গে চিরকালীন পল্লীজীবনের জলছবি মিলেমিশে আছে। আম আঁটির ভেঁপুতে দেখা গিয়েছে অপুর নানা রকমের ভাবনার ছবি। আর সেই অপু ভাবনাই এবার উঠে আসবে দুর্গা পুজোর মণ্ডপে। বর্ধমান জেলার বড়শুল দুই নং গ্রাম পঞ্চায়েতর অন্নদাপল্লীর সর্বজনীন দুর্গা পুজোয় এ বছরের থিম "আম আঁটির ভেঁপু"।
আম আঁটির ভেঁপু উপন্যাসের মূল চরিত্র অপুর ভাবনাকে তুলে ধরা হচ্ছে এই পুজো মণ্ডপে। উপন্যাসে দেখা গিয়েছে অপুর স্বপ্নে রয়েছেন মহাবীর অর্জুন নয়, মহাবীর কর্ণ। অপুর দিদি দুর্গা তার খেলার সঙ্গী। গ্রামের সহজ-সরল পরিবেশে আর অতি দরিদ্র পরিবারে বেড়ে ওঠা এই দুই ভাই বোনের খেলা করা, দিদির সঙ্গে ঝড়ের দিনে আম কুড়োনো, হইচই, চড়ুইভাতি, শরতের কাশবনের দীর্ঘ মাঠ পেরিয়ে রেলগাড়ি দেখা এই সমস্ত চিত্রই তুলে ধরা হবে এই মণ্ডপে। এছাড়াও চরম দরিদ্রর মধ্যেও কী ভাবে সুখ খুঁজে নিতে হয়, কার্যত এই বার্তা দিতেই এ বছরের থিম 'আম আঁটির ভেঁপু' বলেই জানান থিমমেকার ৷
advertisement
advertisement
আরও পড়ুন : ১৫০ বছরের প্রাচীন মহাবীর মূর্তি চুরি দশ দিনের উৎসব শেষে
থিমমেকার ভীতিভূষণ মণ্ডল বলেন, এবছরের থিম 'আম আঁটির ভেঁপু'। যেহেতু অন্নদাপল্লী গ্রাম্য পরিবেশ, তাই এই থিমের চিন্তাভাবনা করা হয়েছে। এছাড়াও হতদরিদ্রতার মধ্যেও কীভাবে সুখ খুঁজে পাওয়া যায় সেই বার্তা দিতে এই 'আম আঁটির ভেঁপু' কে পুজোর থিমে আনা হয়েছে। এ বছর পুজোর বাজেট করা হয়েছে ১২ লাখ টাকা।
Location :
First Published :
September 13, 2022 7:15 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Durga Puja 2022: অপু দুর্গার আম আঁটির ভেঁপু-ই এ বার এই মণ্ডপের পুজোর সানাই