East Bardhaman News: জেলায় জাতীয় ক্যারাটের আসর বসিয়ে চমক পূর্ব বর্ধমানের, ফলেও তাক লাগাল

Last Updated:

পূর্ব বর্ধমানে জাতীয় ক্যারাটের আসর, ১৩ মেডেল এল জেলায়

+
জেলায়

জেলায় জাতীয় ক্যারাটের আসর

#পূর্ব বর্ধমান: জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলায়। ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিৎ সেনের উদ্যোগে ও অল ইন্ডিয়া সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় অনুষ্ঠিত হয় 'বিশতম অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ফেডারেশন কাপ ২০২২'। এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি পূর্ব বর্ধমানের প্রতিযোগীরা যথেষ্ট ভালো ফল‌ও করেছেন।
নেতাজি সুভাষ ইনডোর স্টেডিয়ামে বসেছিল এই ক্যারাটে প্রতিযোগিতার আসর। সারা দেশ থেকে প্রায় ২০০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বলে জানা গিয়েছে। পূর্ব বর্ধমানের ১০ জন প্রতিযোগী বাংলার হয়ে এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় নামে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পূর্ব বর্ধমানের প্রতিযোগিরা ১৩ টি পদক জেতে।
জেলার মুখ উজ্জ্বল করা ১৩ টি পদকের মধ্যে ৫ টি সোনা, ৬ টি রুপো ও ২ টি ব্রোঞ্জ পদক জিতেছেন প্রতিযোগীরা। এই ফলে খুশির হাওয়া জেলাজুড়ে। এরফলে ক্যারাটে শেখার প্রতি ছোটদের আরও ঝোঁক বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
পদকজয়ীরা হলেন- শ্রেয়সী ঘোষ ( সোনা - কাতা ও সোনা - কুমিতে ), লগ্নজিতা খাঁ ( সোনা - কাতা ও রুপো - কুমিতে ), অঞ্জনাভ সাধু ( সোনা - কাতা ও রুপো - কুমিতে ), ধ্রুবজিৎ দত্ত ( সোনা – কাতা ), অয়ন্তিকা সাহা ( রুপো - কাতা), রানা বাগ ( রুপো - কাতা ও ব্রোন্জ - কুমিতে ) ও চৈতালি গুইন ( রুপো - কাতা ) মেঘনা রায় ( ব্রোন্জ - কাতা ও রুপো - কুমিতে )।
advertisement
এ বিষয়ে পূর্ব বর্ধমান সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে এসোসিয়েশনের সভাপতি রেনসি দেবাশিস কুমার মণ্ডল জানান, "জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ১০ জন ক্যারাটেকা পশ্চিমবঙ্গের হয়ে অংশগ্রহণ করে। তাঁদের হাত ধরে মোট ১৩ টি পদক এসেছে জেলায়। জাতীয় স্তরের এই প্রতিযোগিতার ফলে জেলার মুখ উজ্জ্বল হয়েছে। আশা রাখব আগামী দিনেও এই প্রতিযোগীরা এক‌ইরকমভাবে সাফল্য পাবে।
advertisement
মালবিকা বিশ্বাস
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: জেলায় জাতীয় ক্যারাটের আসর বসিয়ে চমক পূর্ব বর্ধমানের, ফলেও তাক লাগাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement