Road Accident: নিউ ইয়ার পিকনিক থেকে ফেরার সময় উল্টে গেল বাইক, মৃত দুই
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
নিউ ইয়ার পিকনিক থেকে ফেরার সময় ঘন কুয়াশায় উল্টে গেল বাইক। ঘটনাস্থলেই মৃত্যু দুই তরুণের।
#পূর্ব বর্ধমান: নতুন বছরকে স্বাগত জানাতে বন্ধুবান্ধবদের সঙ্গে পিকনিকে গিয়েছিল। সেখান থেকেই ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল কালনার দুই তরুণ অমিত মণ্ডল (২৬) ও রাজা দাসের (১৭)। তরজা জেলেদের হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবারের পাশাপাশি গোটা এলাকা।
সোমবার সাতসকালে পূর্ব বর্ধমানের কালনার বাইগাছি এলাকায় এক দুর্ঘটনার বলি হয় ওই দুই তরুণ। মৃত অমিত মণ্ডল ও রাজ দাসের বাড়ি কালনারই বারুইপাড়া এলাকায়। জানা গিয়েছে, ইংরেজি নববর্ষ উপলক্ষে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়েছিল ওই দুই তরুণ। সোমবার ভোরে বাইকে করে সেখান থেকে ফেরার পথে তারা গুড়াপের একটি ধাবায় চা খেতে যাবে বলে ঠিক করে। তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা মানিক দাস জানান, বাইকে করে গুড়াপের দিকে যাচ্ছিল অমিত ও রাজ। তখন প্রবল কুয়াশা করে থাকায় ভালো করে পথঘাট দেখা যাচ্ছিল না। সেই সময় কালনার বাইগাছি এলাকায় একটি বাঁক ঘুরতে গিয়ে বাইকের উপর নিয়ন্ত্রণ হারায়। দুজনে রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। তারা অমিত ও রাজাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কালনা মহকুমা হাসপাতালে হাজির হন উপ-পুরপ্রধান তপন পোড়েল। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ওই দুই যুবক দ্রুত গতিতে বাইক চালিয়ে আসছিল কিনা, অথবা তারা মদ্যপ ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
মালবিকা বিশ্বাস
Location :
Kolkata,West Bengal
First Published :
January 02, 2023 3:02 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Road Accident: নিউ ইয়ার পিকনিক থেকে ফেরার সময় উল্টে গেল বাইক, মৃত দুই