East Bardhaman News: গরু কেমন দুধ দিল? মেশিন দিয়ে গোপালক নিজেই এবার মান যাচাই করবেন

Last Updated:

গরুর দুধ উৎপাদনে দ্বিতীয় স্থানে আছে পূর্ব বর্ধমান জেলা। এখানকার বর্ধমান কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেড দুগ্ধ চাষিদের একটি বড় সমবায়। এই সমবায়ের হাতেই বৃহস্পতিবার তুলে দেওয়া হয় মিল্ক অ্যানালাইজার মেশিন। পূর্ব বর্ধমান জেলা পরিষদ ও ইন্ডিয়ান অয়েল যৌথ উদ্যোগে এই মেশিনটি দান করেছে।

+
title=

পূর্ব বর্ধমান: গরুর দুধের দাম ক্রমশালী বাড়ছে। রাজ্য তাদের নিয়ন্ত্রিত সংস্থাগুলির গরুর দুধের দাম লিটারে আরও ২ টাকা করে বাড়িয়েছে। কিন্তু দুগ্ধ চাষি বা গোপালকরা এই দাম বৃদ্ধির সুফল তেমন একটা পাচ্ছেন না বলে মাঝে মধ্যেই অভিযোগ ওঠে। এবার তাঁদের কথা ভেবে এগিয়ে এলো পূর্ব বর্ধমান জেলা পরিষদ। দান করল গরুর দুধের গুণগতমান নির্ণায়ক ১৭ লক্ষ টাকার মিল্ক অ্যানালাইজার মেশিন।
রাজ্যের মধ্যে গরুর দুধ উৎপাদনে দ্বিতীয় স্থানে আছে পূর্ব বর্ধমান জেলা। এখানকার বর্ধমান কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেড দুগ্ধ চাষিদের একটি বড় সমবায়। এই সমবায়ের হাতেই বৃহস্পতিবার তুলে দেওয়া হয় মিল্ক অ্যানালাইজার মেশিন। পূর্ব বর্ধমান জেলা পরিষদ ও ইন্ডিয়ান অয়েল যৌথ উদ্যোগে এই মেশিনটি দান করেছে। বর্ধমান সংস্কৃতি অ্যানেক্স হলে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেশিনটি তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা বলেন, এই মিল্ক অ্যানালাইজার মেশিনের মাধ্যমে দুগ্ধ চাষিরা সহজেই নিজেদের উৎপাদিত গরুর দুধের মান যাচাই করতে পারবেন। এর ফলে সমবায়ের দু'হাজার চাষির প্রভূত উপকার হবে। এই অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, ইন্ডিয়ান অয়েলের আধিকারিকরা।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: গরু কেমন দুধ দিল? মেশিন দিয়ে গোপালক নিজেই এবার মান যাচাই করবেন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement