Bonny Sengupta: ইডি থেকে বাঁচতে মরিয়া, ৪৪ লক্ষ টাকা ফিরিয়েই দিলেন বনি! সোমা ফেরালেন আধ কোটি

Last Updated:

বনির দাবি ছিল, ২০১৭ সাল নাগাদ গাড়ি কেনার জন্য তাঁকে এই টাকা দিয়েছিলেন কুন্তল৷

টাকা ফেরালেন বনি।
টাকা ফেরালেন বনি।
কলকাতা: কুন্তল ঘোষের থেকে নেওয়া ৪৪ লক্ষ টাকা ইডি-কে ফিরিয়ে দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে যোগসূত্র পাওয়ার পর ইতিমধ্যেই অভিনেতাকে দু' বার জেরা করেছে ইডি৷ তার পরেই বনি সেনগুপ্ত টাকা ফিরিয়ে দিয়েছেন বলে ইডি সূত্রে খবর৷ গতকাল রাতেই ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে বনি টাকা ফিরিয়েছেন বলে খবর।
একা বনি নন, কুন্তলকে গ্রেফতারের পর সোমা চক্রবর্তী নামে দক্ষিণ কলকাতার একটি নেল আর্ট পার্লারের মালিকের নামও পেয়েছিল ইডি। কয়েক বছর আগে কুন্তলের থেকে প্রায় আধ কোটি টাকারও বেশি গিয়েছিল সোমার অ্যাকাউন্টে। তাঁকেও ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সূত্রের খবর, বনির মতো গতকাল রাতে সেই ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা ফিরিয়ে দিয়েছেন সোমা চক্রবর্তী৷
advertisement
advertisement
জানা গিয়েছে, যে অ্যাকাউন্ট থেকে এই টাকা পেয়েছিলেন, সেই অ্যাকাউন্টেই তা ফেরত পাঠিয়েছেন বনি এবং সোমা৷ ওই অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ করেছে ইডি৷
বনির দাবি ছিল, ২০১৭ সাল নাগাদ গাড়ি কেনার জন্য তাঁকে এই টাকা দিয়েছিলেন কুন্তল৷ সিনেমায় অভিনয় করার অগ্রিম হিসেবে টাকা দেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন অভিনেতা৷ পরে কুন্তলের ব্যবস্থাপনায় বিভিন্ন শো এবং অনুষ্ঠানে হাজির হয়ে তিনি নিজের পারিশ্রমিক বাবদ তিনি সেই টাকা মিটিয়েছিলেন বলে দাবি করেছিলেন অভিনেতা৷ গত ৯ মার্চ বনিকে প্রথমবার তলব করেছিল ইডি৷ প্রায় দশ ঘণ্টা ইডি দফতরে জেরা করা হয় তাঁকে৷
advertisement
বনিকে যে তিনি টাকা দিয়েছিলেন, তা স্বীকার করেন কুন্তলও। যদিও সেই টাকা গাড়ি কেনা বাবদই দিয়েছিলেন কি না, সে বিষয়ে কিছু বলতে চাননি বহিষ্কৃত তৃণমূল নেতা। বনি অবশ্য দাবি করেছিলেন, যে টাকা তিনি
কুন্তলের থেকে নিয়েছেন, তা তাঁর পারিশ্রমিক হিসেবে। ফলে সেই টাকা ফেরানোর প্রশ্নই ওঠে না। শেষ পর্যন্ত অবশ্যই টাকা ফেরানোর পথেই হাঁটলেন অভিনেতা।
advertisement
বনির দাবি ছিল, কুন্তল ঘোষ গাড়ি বিক্রেতার অ্যাকাউন্টেই টাকা পাঠিয়েছিলেন। যদিও বিপুল পরিমাণ টাকা অগ্রিম বাবদ নিলেও তার জন্য কুন্তলের সঙ্গে কোনও চুক্তি করেননি বনি। একা বনি নন, নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে কুন্তলের সঙ্গে টলিউডের আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর যোগ ইডি তদন্তকারীরা পেয়েছেন বলে খবর। প্রয়োজনে তাঁদেরও তলব করা হতে পারে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bonny Sengupta: ইডি থেকে বাঁচতে মরিয়া, ৪৪ লক্ষ টাকা ফিরিয়েই দিলেন বনি! সোমা ফেরালেন আধ কোটি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement