East Burdwan News: মন্ত্রী করলেন প্রথম দিনের পরিবেশন, এই হাসপাতালে পাবেন মাত্র ৫ টাকায় ডিম ভাত

Last Updated:

বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হল মা ক্যান্টিন।

+
মা

মা ক্যান্টিন 

#পূর্ব বর্ধমান: বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হল মা ক্যান্টিন। হাসপাতালে আশা রোগীর আত্মীয় পরিজনেরা পাঁচ টাকার বিনিময়ে এই মা ক্যান্টিন থেকে খাবার পাবেন প্রতিদিন।
মেনুতে থাকছে ডাল, ভাত, সবজি এবং একটি করে ডিম। হাসপাতালে আসা কোনও মানুষ যাতে না খেয়ে থাকেন তার জন্যই এই ‘মা ক্যান্টিন’ হল হাসপাতালে। এই মা কেন্টিং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পাশাপাশি ছিলেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষ সহ বর্ধমান হাসপাতালের আধিকারিকরা।
advertisement
advertisement
এদিন রাজ্যের মন্ত্রী ও জেলাশাসক নিজে হাতে খাবার পরিবেশন করলেন রোগীর আত্মীয়দের। এই দিন মন্ত্রী স্বপন দেবনাথ এবং জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা নিজে হাতে খাবার পরিবেশন করলেন রোগীর আত্মীয়দের।
এই ক্যান্টিন চালু করা নিয়ে রোগী কল্যাণ সমিতির আলোচনা হয়েছে দীর্ঘদিন ধরেই। আর সেই মত এবার চালু হল এই মা ক্যান্টিং । প্রাথমিকভাবে ২২০ জনকে কুপনের মাধ্যমে এই খাবার দেওয়া হবে। তবে পরে এই সংখ্যা বাড়তে পারে বলেই জানা গিয়েছে। আপাতত অস্থায়ীভাবে রোগীর পরিজনদের হাতে হাতেই দেওয়া হচ্ছে ক্যান্টিনের খাবার। তবে পরবর্তীকালে স্থায়ীকরণ করা হলে যাতে সকলেই খাবার পান সেদিকেই নজর রাখবে হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
এই বিষয়ে বর্ধমান হাসপাতালে সুপার তাপস কুমার ঘোষ জানান, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই মা ক্যান্টিন চালু হল বর্ধমান হাসপাতালে। যেখানে ৫ টাকার বিনিময়ে ডিম ভাত পাওয়া যাবে। এই প্রকল্প রাজ্যের প্রতিটি হাসপাতালে উদ্বোধন হোক। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারের সাহায্যেই এই মা ক্যান্টিন চালু করা সম্ভব হল।
advertisement
পাশাপাশি তিনি জেলা শাসককেও ধন্যবাদ জানিয়েছেন এই উদ্যোগ নেওয়ার জন্য। একটি বিল্ডিং তৈরি করে সেখানে স্থায়ীভাবে এই মা ক্যান্টিন চালু করার কথা বলেন তিনি। এই মা ক্যান্টিন চালু করার ফলে বর্ধমান হাসপাতালে আগত সমস্ত রোগী এবং রোগীর আত্মীয়দের সার্বিকভাবে খুবই উপকার হবে।
অন্যদিকে এই পরিষেবা চালু হওয়ায় খুশি রোগীর আত্মীয় স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: মন্ত্রী করলেন প্রথম দিনের পরিবেশন, এই হাসপাতালে পাবেন মাত্র ৫ টাকায় ডিম ভাত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement