East Bardhaman News: আধুনিক মেশিনের দাপটে তাঁত শিল্পী হয়েছেন দিনমজুর!

Last Updated:

আধুনিক পাওয়ারলুম মেশিনের দাপটে কোনঠাসা হস্তচালিত তাঁত শিল্পীরা। এখন দিনমজুরি করে সংসার চালাচ্ছেন তাঁরা

+
title=

পূর্ব বর্ধমান: জেলার তাঁতবলয় বলে পরিচিত পূর্বস্থলী। এখানকার তাঁত শিল্পীদের হাতের কাজের সুনাম আছে যথেষ্ট। এখানকারই একটি গ্রাম হল তামাঘাটা। এই তামাঘাটার তাঁতিদের তৈরি শাড়ি একসময় ব্র্যান্ড ছিল। শাড়ির বাজারে ব্যাপক নাম কুড়িয়েছিল পূর্বস্থলী ব্লকের তামাঘাটার তাঁতের শাড়ি। এই গ্রামের প্রায় প্রত্যেকেই একসময় তাঁতের কাপড় তৈরির পেশার সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু বর্তমানে এই তাঁতিদের অবস্থা দেখলে আপনিও চমকে উঠবেন। কাপড় তৈরীর কাজে অত্যাধুনিক মেশিন চলে আসায় কাজ হারিয়ে এখানকার তাঁত শিল্পীরা বর্তমানে মাঠে দিনমজুরের কাজ করে কোনরকমে সংসার চালাচ্ছেন।
বাজারে এসেছে নিত্যনতুন শাড়ি তৈরির মেশিন। আগে যেখানে একটা শাড়ি বুনতে তাঁতিদের কয়েকদিন সময় লাগত, এখন মেশিনের সাহায্যে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে তাঁতের শাড়ি। আর তাতেই তাঁত শিল্পীদের পেটের ভাত মারা গিয়েছে। এই প্রসঙ্গে পাওয়ারলুমের সাহায্যে শাড়ি তৈরি করেন এমন এক শিল্পী বলেন, এখানে ৯৫% মানুষ তাঁতের উপর নির্ভরশীল ছিল। এখন সেই তাঁত বন্ধ হয়ে যাওয়ায় বেশিরভাগ চাষের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। আসলে আগে এখানে ছিল সবই হস্তচালিত তাঁত। আর এখন চারিদিকে পাওয়ারলুম হয়ে গিয়েছে‌। এর সঙ্গে টেক্কা দিতে না পেরেই তাঁত শিল্পীদের বেশিরভাগের এই দুরাবস্থা।
advertisement
advertisement
ওই তাঁত শিল্পী আরও জানান, মেশিনের সাহায্যে অল্প সময়ের মধ্যেই শাড়ি তৈরি হয়ে যায়। সুন্দর ডিজাইন মেশিনের দ্বারাই করা হয়। সেক্ষেত্রে ডিজাইনটাও অনেক সুন্দর হয়। পাওয়ারলুম ব্যাবহারের ফলে বেশ শাড়ি তৈরির খরচও কম হয়। ফলে এই শাড়ি বিক্রি করে অধিক লাভের মুখ দেখেন ব্যাবসায়ীরা। তবে এসবের পাশাপাশি হাতে বোনা তাঁতের আভিজাত্য যে আলাদা সেটাও স্বীকার করেছেন তিনি। এই প্রসঙ্গে এক শিল্পী জানান, আমাদের এই হস্তচালিত তাঁত বন্ধ হয়ে গেছে। আমাদের এই শাড়ির পরিশ্রম বেশি, তাই মজুরি বেশি। সেই কারণে আমাদের থেকে শাড়ি নিচ্ছেন না ব্যবসায়ীরা। নিজস্ব জমি নেই। তাই এখন লোকের জমিতে কাজ করেই সংসার চলছে। তাঁত চললে আমাদের খুবই ভাল হয়, তাহলে আমরা ঘরে বসে কাজটা করতে পারব।
advertisement
এই পরিস্থিতিতে পূর্বস্থলীর তাঁত শিল্পীদের দুরবস্থা মেটার এখনই কোন‌ও সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে প্রশাসন সাহায্যের হাত না বাড়িয়ে দিলে ধীরে ধীরে হাতে বোনা তাঁতের শাড়ি মুছে যাবে বলে মনে করছেন অনেকে।
বনোয়ারিলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: আধুনিক মেশিনের দাপটে তাঁত শিল্পী হয়েছেন দিনমজুর!
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement