Murshidabad News: বুলডোজার নামল বহরমপুরে, পুজোর আগে গুঁড়িয়ে গেল একের পর এক দোকান

Last Updated:

দুর্গাপুজোর আগে বহরমপুর শহরকে যানজট মুক্ত করতে এবং নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করে তুলতে অবৈধ দোকান ভাঙার কাজ শুরু হল

+
title=

মুর্শিদাবাদ: দুর্গাপুজোর আগে বহরমপুর শহরকে যানজট মুক্ত করতে নামল বুলডোজার। শহরে রাস্তার ধারে ধারে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকান উচ্ছেদের অভিযান শুরু হয়েছে। রাস্তার ধারে নর্দমার উপর ব্যাঙের ছাতার মতো দোকান গজিয়ে ওঠায় সামান্য বৃষ্টিতেই জল আটকে জলমগ্ন হয়ে পড়ছে গোটা বহরমপুর। এদিকে সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই পুজোর আগে শহরকে যানজট ও জঞ্জাল মুক্ত করতে পুলিশ ও পুরসভা যৌথভাবে অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, এই বিষয়ে তিনদিন আগেই বহরমপুর পুরসভা মাইকিং করে ও নোটিশ দিয়ে সকলকে সতর্ক করে দিয়েছিল। কিন্তু যে সকল অবৈধ দোকান সেই নির্দেশ মেনে রাস্তার ধার থেকে উঠে যায়নি সেগুলো সকাল থেকে ভেঙে ফেলার কাজ শুরু হয়। এই অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযানে হাজির ছিলেন সদর মহকুমাশাসক প্রভাত চট্টোপাধ্যায়, পুলিশ প্রশাসনের আধিকারিকগণ সহ বহরমপুর পুরসভা কর্তৃপক্ষ।
advertisement
advertisement
বহরমপুর পুরসভা সুত্রে জানা গিয়েছে, শহরকে যানজট মুক্ত করতে, নর্দমা উপচে জল রাস্তায় চলে আসা বন্ধ করতে কড়া ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি জায়গা দখলমুক্ত করতে নামানো হয়েছে বুলডোজার। এদিন যৌথ অভিযানে নামে জেলা প্রশাসন, পুলিশ, বহরমপুর পুরসভা। জলট্যাঙ্ক মোড় থেকে শুরু হয় উচ্ছ্বেদ অভিযান। সদর মহকুমাশাসক প্রভাত চট্টোপাধ্যায় জানান, অনেকেই নর্দমা দখল করে স্ল্যাব বসিয়ে ব্যবসা করছে। এতে রাস্তর জল নর্দমায় নামতে পারছিল না। যানজটও বাড়ছিল। পুজোর আগেই শহরকে যানজট মুক্ত করার চেষ্টা চলছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বুলডোজার নামল বহরমপুরে, পুজোর আগে গুঁড়িয়ে গেল একের পর এক দোকান
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement