হোম /খবর /পূর্ব বর্ধমান /
আলু কে খায়! রান্নাঘর ছেড়ে সরাসরি বেডরুমে ঢুকে পড়ল হনুমান...

East Bardhaman News: আলু কে খায়! রান্নাঘর ছেড়ে সরাসরি বেডরুমে ঢুকে পড়ল হনুমান...

গৃহস্থের বাড়ি ঢুকে পড়ল হনুমান

গৃহস্থের বাড়ি ঢুকে পড়ল হনুমান

হনুমানটি উদ্ধার করা হয়েছে। তার চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে। হনুমানটি সুস্থ হলে তাকে পুনরায় বনে ফিরিয়ে দেওয়া হবে ।

  • Share this:

#পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে কলপুকুর পাড়ে রোদ গরমে অসুস্থ হয়ে পড়ে এক পবনপুত্র। এরপর ওই পবনপুত্র কলপুকুর পাড়ের গৌতম ভৌমিকের বাড়িতে ঢুকে পড়ে। সেই সময় গৌতম বাবুর স্ত্রী সরস্বতী ভৌমিক ঘরে ছিলেন। ওই পবন পুত্রের আচরণে তিনি প্রথমে ভয় পেয়ে যান। তবে ভয় পেলেও তিনি হনুমানের গতিবিধির ওপর নজর রাখেন।

তিনি দেখতে পান ওই হনুমান সোজা রান্না ঘরে ঢুকে যায়। সেখান থেকে একটি কাঁচা আলু সে নেয়। কিন্তু আলু খাবার মত অবস্থায় ছিল না ওই পবন পুত্র (হনুমান)। আলু ফেলে সে সোজা চলে যায় বেডরুমে। এরপর সরস্বতী দেবী খবর দেন তার স্বামীকে। তার স্বামী গৌতম ভৌমিক বাড়িতে এসে প্রথমে যোগাযোগ করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ শ্যামাপ্রসন্ন লোহারের সঙ্গে । তিনি তড়িঘড়ি বন দফতর সঙ্গে যোগাযোগ করে একটি গাড়ি পাঠিয়ে দেন ভাতারে। বন দফতর কর্মীরা ওই অসুস্থ পবন পুত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। আপাতত চিকিৎসাধীন ওই পবন পুত্র হনুমান।

আরও পড়ুন - Howrah News: গ্রামে আসা হনুমানকে মাঝেমাঝেই দিত খাবার, একদিন খপ করে ধরে বাঁধল চেন দিয়ে, তারপর...

গৌতম ভৌমিক জানান, তিনি বাড়িতে ছিলেন না। তার স্ত্রী তাকে ফোন করে জানায় যে বাড়িতে হনুমান ঢুকেছে। এরপর তিনি বাড়িতে এসে চিকিৎসককে ডেকে দেখান। এরপর বন দফতরে যোগাযোগ করেন তিনি । পরে বনদফতরের কর্মীরা এসে হনুমানটিকে নিয়ে যায়। হনুমানটি খুবই অসুস্থ ছিল । তাই বেশি নড়াচড়া করতে পারছিল না। তাই হনুমানটি তাদের বেডরুমে ঠান্ডা জায়গায় শুয়ে ছিল দীর্ঘক্ষণ। পরে বন দফতরের কর্মীরা এসে ওই বেডরুম থেকেই হনুমানটিকে উদ্ধার করে ।

আরও পড়ুন - Ind vs Eng: বেঞ্চ থেকে মার্কামারা ইশারা, তাতেই বাজিমাত, এভাবে শ্রেয়সকে আউট করালেন ম্যাককালাম

এ বিষয়ে বন ও ভূমি কর্মাধ্যক্ষ শ্যামাপ্রসন্ন লোহার জানান, আমি খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি বন দফতর সঙ্গে যোগাযোগ করি। হনুমানটি উদ্ধার করা হয়েছে। তার চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়েছে। হনুমানটি সুস্থ হলে তাকে পুনরায় বনে ফিরিয়ে দেওয়া হবে ।

Malobika Biswas
Published by:Debalina Datta
First published:

Tags: Hanuman, Monkey