East Bardhaman News: আয়োজিত হল ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, সফল প্রতিযোগীরা রাজ্যস্তরে প্রতিদ্বন্দ্বিতা করবেন

Last Updated:

এটি ছিল চতুর্থ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যম্পিয়নশিপের আসর। বর্ধমানের বাদামতলার শ্রী অরবিন্দ স্টেডিয়ামে ১৯ মার্চ ২০২৩, রবিবার এই প্রতিযোগিতার আসর বসে।

+
title=

পূর্ব বর্ধমান: আয়োজিত হল ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৩। ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হানসি প্রেমজিত সেন ও মহাসচিব হানসি জয়দেব মণ্ডলের নির্দেশনায় এবং বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশনের পরিচালনায় এই চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়।
এটি ছিল চতুর্থ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যম্পিয়নশিপের আসর। বর্ধমানের বাদামতলার শ্রী অরবিন্দ স্টেডিয়ামে ১৯ মার্চ ২০২৩, রবিবার এই প্রতিযোগিতার আসর বসে।
advertisement
কালনা, কাটোয়া, বর্ধমান সদর উত্তর ও দক্ষিণ- এই চারটি সাব ডিভিসনের মোট ৭২ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। বয়স ও বডিওয়েট ক্যাটাগরি সব মিলিয়ে মোট ১০ টা ইভেন্টের আয়োজন করা হয়েছিল। তবে এবছর ছেলেদের তুলনায় মেয়ে প্রতিযোগীর সংখ্যা ছিল চোখে পড়ার মত। এই প্রসঙ্গে জেলা ক্যারাটে সংস্থার সভাপতি কমলচন্দ্র ঘোষ জানান, এই প্রতিযোগিতার প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা আগামী এপ্রিল মাসে দুর্গাপুরে অনুষ্ঠিত রাজ্য ক্যারাটে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবেন।
advertisement
জেলা ক্যারাটে সংস্থার মহাসচিব রেনসি দেবাশিস কুমার মণ্ডল জেলার সফল প্রতিযোগীদের রাজ্যস্তরে সাফল্য পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন। প্রতিযোগিতা দেখতে যথেষ্ট দর্শক সমাগম হয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: আয়োজিত হল ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, সফল প্রতিযোগীরা রাজ্যস্তরে প্রতিদ্বন্দ্বিতা করবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement