পূর্ব বর্ধমান: আয়োজিত হল ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৩। ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হানসি প্রেমজিত সেন ও মহাসচিব হানসি জয়দেব মণ্ডলের নির্দেশনায় এবং বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশনের পরিচালনায় এই চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়।
এটি ছিল চতুর্থ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যম্পিয়নশিপের আসর। বর্ধমানের বাদামতলার শ্রী অরবিন্দ স্টেডিয়ামে ১৯ মার্চ ২০২৩, রবিবার এই প্রতিযোগিতার আসর বসে।
আরও পড়ুন: জেলাশাসকের ধমকের পরও হাসপাতালের মেঝেতে সার দিয়ে শুয়ে রোগীরা! বেহাল দশা মালদহের এই হাসপাতালে
কালনা, কাটোয়া, বর্ধমান সদর উত্তর ও দক্ষিণ- এই চারটি সাব ডিভিসনের মোট ৭২ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। বয়স ও বডিওয়েট ক্যাটাগরি সব মিলিয়ে মোট ১০ টা ইভেন্টের আয়োজন করা হয়েছিল। তবে এবছর ছেলেদের তুলনায় মেয়ে প্রতিযোগীর সংখ্যা ছিল চোখে পড়ার মত। এই প্রসঙ্গে জেলা ক্যারাটে সংস্থার সভাপতি কমলচন্দ্র ঘোষ জানান, এই প্রতিযোগিতার প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা আগামী এপ্রিল মাসে দুর্গাপুরে অনুষ্ঠিত রাজ্য ক্যারাটে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবেন।
জেলা ক্যারাটে সংস্থার মহাসচিব রেনসি দেবাশিস কুমার মণ্ডল জেলার সফল প্রতিযোগীদের রাজ্যস্তরে সাফল্য পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন। প্রতিযোগিতা দেখতে যথেষ্ট দর্শক সমাগম হয়েছিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bardhaman news, Karate, Sports