মালদহ: হাসপাতালের মেঝেতে শুয়ে আছেন একাধিক রোগী। সেখানেই চলছে স্যালাইন। মেঝেতে শুয়ে থাকা রোগীর ভিড়ে কার্যত বন্ধ হয়ে গিয়েছে ওয়ার্ডে ঢোকার রাস্তা। এক একটি বেডেও দু'জন-তিনজন করে রোগী শুয়ে আছেন। এমনই ছবি ধরা পড়ল চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে।
মালদহের এই সুপার স্পেশালিটি হাসপাতালের বাইরেটা বেশ ঝকঝকে তকতকে। নীল-সাদা রংয়ের প্রলেপ যথেষ্ট টাটকা। কিন্তু সদর দরজা পেরিয়ে হাসপাতালের ভেতরে ঢুকলেই চোখে পড়বে প্রকৃত ছবিটা ঠিক কতটা বেহাল।
আরও পড়ুন: ১৫০ বছরের পুরসভা প্রথম দখলের বর্ষপূর্তিতে ব্যাপক ধুমধাম তৃণমূলের
চাঁচল মহকুমার ৬ টি ব্লকের মানুষ চিকিৎসার জন্য মূলত এই হাসপাতালের উপরই নির্ভর করেন। ফলে বিপুল সংখ্যক রোগীর চাপ থাকলেও হাসপাতালের পরিকাঠামো কতটা তৈরি তা নিয়ে সংশয় আছে।
হাসপাতালের মহিলা ও পুরুষ ওয়ার্ডে লম্বা লাইন বারান্দা ছাড়িয়ে শৌচালয়ের দরজায় এসে থেমেছে। এই হাসপাতালে স্ত্রীর চিকিৎসা করাতে আসা এক রোগীর পরিজন মহম্মদ শহিদের অভিযোগ, দু'দিন আগে স্ত্রী-কে নিয়ে হাসপাতালে আসেন। কিন্তু বেডের অভাবে ঠান্ডা মেঝেতেই শুয়ে আছেন স্ত্রী। পাশাপাশি হাসপাতালের পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন বলেও তিনি অভিযোগ করেন।
চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের বেডের সংখ্যা বাড়ানোর জন্য অনেকদিন ধরেই এলাকার মানুষ দাবি জানাচ্ছে। পাশাপাশি এই হাসপাতালে আসা রোগীর পরিজনদের জন্য কোনও প্রতীক্ষালয় নেই। রাতের অন্ধকারে হাসপাতালের এদিক-ওদিক খোলা আকাশের নিচে থাকতে হয় তাঁদের। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রতীক্ষালয় তৈরির কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে তা চালু হয়ে যাবে।
গত কয়েকদিন আগে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে আসেন মালদহের জেলাশাসক নীতিন সিংঘানিয়া। সুপার স্পেশালিটি হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডে পা দিতেই চোখ কপালে ওঠার জোগাড় হয় তাঁর। মেঝেতে সার বেঁধে রোগী শুয়ে থাকার ছবি দেখে তিনি রীতিমত ক্ষুব্ধ হন। হাসপাতালের সুপারকে দ্রুত সেই সমস্যা সমাধানের নির্দেশ দেন। তারপরও পরিস্থিতি বিশেষ বদলাইনি বলে অভিযোগ উঠেছে। এদিকে এই সুপার স্পেশালিটি হাসপাতালে শুধুমাত্র বেডের সমস্যা নয়, পরিকাঠামোও পর্যাপ্ত নয় বলে অভিযোগ। মুমুর্ষ রোগীদের অধিকাংশকেই এখনও মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে রোগীর পরিজনরা দাবি করেন।
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Doctor, Malda News, Patient, Super Specialty Hospital