South 24 Parganas News: ১৫০ বছরের পুরসভা প্রথম দখলের বর্ষপূর্তিতে ব্যাপক ধুমধাম তৃণমূলের

Last Updated:

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-মজিলপুর পুরসভা ১৫০ বছরের বেশি পুরনো। স্বাধীনতার বহু আগেই পথ চলা শুরু হয় এই পুরসভার।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: ১৫০ বছরের পুরসভার ক্ষমতা প্রথমবারের জন্য দখলে এসেছে। তার প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠান সাদামাঠাভাবে করলে কী আর হয়! তাই ধুমধাম করে জয়নগর-মজিলপুর পুরসভার ক্ষমতা দখলের প্রথম বর্ষপূর্তি পালন করল জয়নগরের তৃণমূল নেতৃত্ব।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-মজিলপুর পুরসভা ১৫০ বছরের বেশি পুরনো। স্বাধীনতার বহু আগেই পথ চলা শুরু হয় এই পুরসভার। জেলার প্রথম পুরসভা এই জয়নগর-মজিলপুর। স্বাধীনতার পর দীর্ঘদিন এই পুরসভা কংগ্রেসের নিয়ন্ত্রণে ছিল। ২০১১ সালে রাজ্যে পালাবদল হলেও এই পুরসভার ক্ষমতা ধরে রেখেছিল কংগ্রেস। কিন্তু ২০২২ এর পুর ভোটে এককভাবে জয়নগর-মজিলপুর পুরসভার ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস।
advertisement
advertisement
সেই ক্ষমতা দখলের প্রথম বর্ষপূর্তি উৎসব হয়ে গেল জয়নগর-মজিলপুর পুরসভার শিবনাথ শাস্ত্রী সদনে। পুরপ্রধান, উপ পুরপ্রধান ও জয়নগরের বিধায়কের উপস্থিতিতে নাচ-গানের জমজমাট অনুষ্ঠান হল এই বর্ষপূর্তি উপলক্ষে।
এই অনুষ্ঠানে এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের পুরষ্কৃত করা হয়। কাঠমান্ডুতে ইন্টারন্যাশনাল লিফটিং চ্যাম্পিয়নশিপে প্রথম স্থানাধিকারী জয়নগরের তপন বিশ্বাসকে সংবর্ধনা জানানো হয় পুরসভার পক্ষ থেকে। কাজের নিরিখে জয়নগর-মজিলপুর পুরসভার ১০ কর্মীকে বিশেষ সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী দেবলীনা নন্দী।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ১৫০ বছরের পুরসভা প্রথম দখলের বর্ষপূর্তিতে ব্যাপক ধুমধাম তৃণমূলের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement