হোম /খবর /দক্ষিণবঙ্গ /
পরিবারের ৭ সদস্যকে চাকরি দিয়েছেন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এ কী অভিযোগ

South 24 Parganas News: দুই ছেলে থেকে ভাগ্নি জামাই, প্রভাব খাটিয়ে চাকরি দিয়েছেন পরিবারের ৭ সদস্যকে! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পোস্টার

নিয়োগ দুর্নীতিতে তৃণমূল বিধায়ক তথা সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার। দুই ছেলে, শালী, ভাগ্নি, ভাগ্নি জামাই, ভাইপোকে অবৈধভাবে সরকারি চাকরি পাইয়ে দিয়েছেন এই অভিযোগ তুলে মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদারের নামে এলাকায় পোস্টার পড়ল।

আরও পড়ুন...
  • Share this:

দক্ষিণ ২৪ পরগনা: নিয়োগ দুর্নীতিতে তৃণমূল বিধায়ক তথা সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার। দুই ছেলে, শালী, ভাগ্নি, ভাগ্নি জামাই, ভাইপোকে অবৈধভাবে সরকারি চাকরি পাইয়ে দিয়েছেন এই অভিযোগ তুলে মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদারের নামে এলাকায় পোস্টার পড়ল। তিনি আবার তৃণমূল কংগ্রেসের সুন্দরবন সংগঠনিক জেলার সভাপতি।

দিন কয়েক আগেই দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার, সোনারপুরে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল নেতাদের নামে পোস্টার পড়েছিল। এবার ওই জেলার‌ই মন্দিরবাজারের তৃণমূল বিধায়কের নামে পোস্টার পড়ল। তবে কে বা কারা ওই পোস্টার লাগিয়েছেন তা জানা যায়নি। কারণ কোন‌ও সংগঠনের নাম লেখা নেই। শুধু পোস্টারের উপরের দিকে জয়দেব হালদার এবং তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে। এই পোস্টার ঘিরে যথারীতি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: গভীর রাতে বিকট আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসেন সবাই, এরপরই এল এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি!

এই পোস্টারে স্কুল থেকে শুরু করে বিভিন্ন সরকারি দফতরেরে বেআইনি প্রভাব খাটিয়ে পরিবারের সদস্যদের সরকারি চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে জয়দেব হালদারের বিরুদ্ধে। পাশাপাশি এলাকার অন্যান্য তৃণমূল কর্মীদেরও তিনি বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন এমন অভিযোগও তোলা হয়েছে। যদিও এই পোস্টটার প্রসঙ্গে জয়দেব হালদার নিজে বা তাঁর দল তৃণমূল কংগ্রেস কোন‌ও প্রতিক্রিয়া দেয়নি।

নিয়োগ দুর্নীতি পাশাপাশি গরু পাচারকাণ্ডের তদন্ত নিয়ে এমনিতেই দেশ চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গরু পাচার ও কয়লা পাচার কাণ্ডে দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু হেভিওয়েট তৃণমূল নেতার নাম‌ও জড়িয়েছে। এই পরিস্থিতিতে মন্দিরবাজারের বিধায়কের বিরুদ্ধে এমন পোস্টার তাদের অস্বস্তি আর‌ও বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নবাব মল্লিক

Published by:kaustav bhowmick
First published:

Tags: MLA, Poster, Scam