East Bardhaman News: ডোকরার গয়নার হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে গোটা গ্রাম, চাহিদা বাড়ছে ভিন রাজ্যে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
পূর্ব বর্ধমানের দ্বারিয়াপুর গ্রাম ডোকরা শিল্পের জন্য বিখ্যাত। এখানকার শিল্পীদের তৈরি ডোকরার কারুকাজ করা গয়নার চাহিদা বাড়ছে দেশজুড়ে
পূর্ব বর্ধমান: ডোকরা শিল্পে বিখ্যাত দ্বারিয়াপুর গ্রাম। বহু প্রাচীন এই শিল্প এখন আর শুধু ঘোড়া তৈরিতে আবদ্ধ নেই। বরং ডোকরার গয়না বিপুল জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের কাছে। বাংলার গণ্ডি ছাড়িয়ে ভিন রাজ্যেও চাহিদা বেড়েছে ডোকরার কানের দুল, হাতের বালা, গলার হারের। ফলে রোজগারও বাড়ছে পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রামের শিল্পীদের।
আরও পড়ুন: শহরতলীর এই রেল স্টেশনে চালু চলমান সিঁড়ি
পূর্ব বর্ধমানের আউশগ্রাম-১ ব্লকের দিগনগর-২ পঞ্চায়েতের অন্তর্গত দ্বারিয়াপুর গ্রাম। ডোকরা শিল্পের জন্য দেশজোড়া নাম এই গ্রামের। এখানে ৩০০ থেকে ৩৫০ পরিবারের বসবাস। গ্রামের প্রায় প্রতিটি পরিবারই ডোকরা শিল্পের সঙ্গে জড়িত। এই শিল্পের উপর নির্ভর করেই তাঁদের জীবন জীবিকা অতিবাহিত হয়। ডোকরা শিল্পের বিভিন্ন জিনিস এখানে তৈরি হয়। ছোটবেলা থেকেই এই গ্রামের বাসিন্দারা ডোকরা শিল্পে হাত পাকান। অল্প বয়সেই তাঁরা দক্ষ ডোকরা শিল্পী হয়ে ওঠেন। বর্তমানে এখানে তৈরি ডোকরার গয়নার চাহিদা বহুগুণ বেড়ে গিয়েছে। তা নিয়মিত পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে।
advertisement
advertisement
দ্বারিয়াপুর গ্রামে প্রথম ডোকরার গয়না তৈরি শুরু করেন পূজা কর্মকার। বর্তমানে তাঁর তৈরি ডোকরার গয়না পাড়ি দিচ্ছে কলকাতা, দিল্লি, ঝাড়খণ্ড, বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন শহরে। এই প্রসঙ্গে পূজা কর্মকার বলেন, দশ বছর বয়স থেকে আমি ডোকরার গয়না তৈরি শুরু করেছি। বিয়ের পরে এই কাজে আরও বেশি উৎসাহ পাই। তাঁর দেখেই গ্রামের বাকিরাও ডোকরার গয়না তৈরি শুরু করেছেন বলে জানান পূজাদেবী। তবে সূক্ষ্ম কাজের জন্য ডোকরার গয়না তৈরি করতে একটু বেশি সময় লাগে। যদিও ভাল দাম পাওয়ায় সেই অতিরিক্ত খাটুনি পুষিয়ে যায় শিল্পীদের।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2023 4:18 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: ডোকরার গয়নার হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে গোটা গ্রাম, চাহিদা বাড়ছে ভিন রাজ্যে