East Bardhaman News: সিটি স্ক্যান মেশিন খারাপ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে, দুর্ভোগ সাধারণের

Last Updated:

দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে হাসপাতালের সিটি স্ক্যান মেশিন।  সমস্যায় পড়েছেন হাসপাতালে রোগীর পরিজনেরা। 

#পূর্ব বর্ধমান: দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে হাসপাতালের সিটি স্ক্যান মেশিন। গত ২১ দিন ধরে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিটি স্ক্যান মেশিন খারাপ। জানা গিয়েছে, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন রোগীকে সিটি স্ক্যান করার প্রয়োজন হয়। বাঁকুড়া, হুগলী, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া সহ ঝাড়খন্ড ও বিহার থেকেও রোগী আসে। ফলে দীর্ঘদিন ধরে সিটি স্ক্যান মেশিন খারাপ থাকায় সমস্যায় পড়েছেন রোগীর পরিজনেরা।
হাসপাতালে আসা রোগীদের পরিজনদের অভিযোগ, বর্ধমান মেডিকেল কলেজের সিটি স্ক্যান মেশিন খারাপ থাকায়। বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে। যা প্রায় পাঁচ কিলোমিটার দূর। ফলে সময় মতো সিটি স্ক্যান করা যাচ্ছে না। অন্যদিকে রোগীকে নিয়ে ওই হাসপাতালে যাওয়া আসায় খরচ হচ্ছে মোটা অঙ্কের টাকা। অনেকে আবার অন্যত্র বেসরকারি হাসপাতালে যাচ্ছেন। ফলে খরচ হচ্ছে অতিরিক্ত টাকা। যা চিন্তায় ফেলছে রোগীর পরিজনদের।
advertisement
advertisement
যদিও হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষ জানান, সিটি স্ক্যান মেশিন খারাপ থাকায় সত্যিই একটা সমস্যা হচ্ছে। কিন্তু মেশিনের যন্ত্রাংশ জাপান অথবা কোরিয়া থেকে আনতে হয়। ফলে একবার বিকল হলে মেরামতি করতে সময় লেগে যায়। তবে আগামী সাত দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।
advertisement
উল্লেখ্য, চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপর নির্ভর করে থাকেন বহু মানুষ। বর্ধমান শহর ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসেন এই হাসপাতালে। পাশাপাশি বাঁকুড়া মুর্শিদাবাদ , বীরভূম সহ একাধিক জায়গা থেকে অনেকেই চিকিৎসার জন্য আসেন এই হাসপাতলে। ফলে হাসপাতালে সিটি স্ক্যান মেশিন খারাপ থাকায় সমস্যায় পড়েছেন একাধিক মানুষ । তবে এখন এটাই দেখার কবে ঠিক হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিটি স্ক্যান মেশিন।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: সিটি স্ক্যান মেশিন খারাপ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে, দুর্ভোগ সাধারণের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement