East Bardhaman News: অল্প খরচেই দারুণ মুনাফা! কী চাষে মজলেন বর্ধমানের চাষিরা?
- Published by:Samarpita Banerjee
Last Updated:
রাজ্যের শস্য গোলা বর্ধমানে গুরুত্ব বাড়ছে ভুট্টার। আগ্রহী হচ্ছেন কৃষকরা। মুনাফা লাভের আশায় ভুট্টা চাষে মনোযোগী হচ্ছেন চাষিরা।
#পূর্ব বর্ধমান: রাজ্যের শস্য গোলা বর্ধমানে গুরুত্ব বাড়ছে ভুট্টার। আগ্রহী হচ্ছে কৃষকরা। মুনাফা লাভের আশায় ভুট্টা চাষে মনোযোগী হচ্ছেন চাষিরা। বিগত কয়েক বছরের পরিসংখ্যান দেখে তেমনটাই মনে করছে কৃষি দফতর। দেখা গিয়েছে, জেলায় আশানুরূপ চাষ হচ্ছে ভুট্টার। মূলত পূর্ব বর্ধমান জেলার কালনা, কাটোয়া, জামালপুর, রায়নাতে চাষ হচ্ছে ভুট্টার। এছাড়াও আউশগ্রামেরও বেশ কয়েকটি জায়গায় চাষ হচ্ছে ভুট্টার। ১০০ হেক্টর অর্থাৎ ২৫০ একর জমিতে আপাতত ভুট্টা চাষ হচ্ছে। তবে চাষের সংখ্যা বাড়ানো সম্ভব বলেই মনে করছে কৃষি দফতর। ইতিমধ্যেই বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে চাষিদের ভুট্টা চাষে আগ্রহী করতে সক্ষম হয়েছে কৃষি দফতর।
ধানের বা আলু চাষে প্রচুর জল লাগে। কিন্তু ভুট্টা চাষে জল লাগে পরিমাণ মতো। জল দাঁড়াবে না, এইরকম মরশুমে যদি ভুট্টা চাষ করা হয় তাহলেই চাষের ফলন ভালো হবে বলে জানাচ্ছেন জেলার কৃষি অধিকর্তারা।
advertisement
এ বিষয়ে জেলার উপ কৃষি অধিকর্তা আশীষ কুমার বারুই বলেন, "রোগ পোকার ম্যানেজমেন্ট খুব কম। সুতরাং চাষিরা অল্প খরচ করেই মোটা অংকের লাভের অংশ পেতে পারে। ফলে ভুট্টা চাষে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভুট্টা চাষ নিয়ে প্রদর্শনী করা হচ্ছে। ফলে ভুট্টা চাষ যাতে জেলায় প্রসার লাভ করে তার চেষ্টা করা হচ্ছে।"
advertisement
তিনি আরও বলেন, "ভুট্টা চাষ করতে সাধারণত চাষিদের বিঘা প্রতি খরচ হয় পাঁচ থেকে ছ'হাজার টাকা। ফলন হয় ১১ থেকে ১২ কুইন্টাল। প্রতি কুইন্টালে চাষিরা পান ১৭০০ থেকে ১৮০০ টাকা। স্বাভাবিকভাবেই চাষিদের লাভ হয় অনেকটাই।"
advertisement
উল্লেখ্য, ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং ভুট্টার গাছ ও সবুজ পাতা উন্নত মানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বেলে দোআশ ও দোআশ মাটি ভুট্টা চাষের জন্য উপযোগী। উচ্চ ফলনশীল জাতের ভুট্টার আশানুরূপ ফলন পেতে হলে রবি মৌসুমে সেচ প্রয়োগ প্রয়োজন। উদ্ভাবিত জাতে ৩-৪টি সেচ দেওয়া যায়।প্রথম সেচ, বীজ বপনের ১৫-২০ দিনের মধ্যে ৪-৬ পাতা পর্যায়। দ্বিতীয় সেচ, বীজ বপনের ৩০-৩৫ দিনের মধ্যে ৮-১২ পাতা পর্যায়। তৃতীয় সেচ, বীজ বপনের ৬০-৭০ দিনের মধ্যে মোচা বের হওয়া পর্যায়। চতুর্থ সেচ, বীজ বপনের ৮৫-৯৫ দিনের মধ্যে দানা বাঁধার পূর্ব পর্যায়।
advertisement
ভুট্টার ফুল ফোটা ও দানা বাঁধার সময় কোনভাবেই যাতে জমিতে জল না দাঁড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। জমিতে আগাছা দেখা দিলে নিড়ানী দিয়ে দমন করতে হবে। ভুট্টার চারা অবস্থায় কাটুই পোকার আক্রমণ হলে হাত দিয়ে তা মেরে ফেলতে হবে। এই পদ্ধতি বজায় রাখলেই কম খরচে ভালো মুনাফা করতে পারেন ভুট্টা চাষে।
advertisement
Malobika Biswas
Location :
First Published :
May 24, 2022 7:39 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: অল্প খরচেই দারুণ মুনাফা! কী চাষে মজলেন বর্ধমানের চাষিরা?