Bardhaman News: গোটা দেশে কী ভাবে পাচার করা হয় মাদক! রয়েছে মহিলার হাত! জানলে অবাক হবেন

Last Updated:

Bardhaman News: গোটা দেশে এইভাবেই চলত মাদক পাচার! সামনে এক চমকে দেওয়া তথ্য

#পূর্ব বর্ধমান: পুলিশের চোখে ধুলো দিতে চারচাকা গাড়ির স্টেপনির ভিতরে কেজি কেজি ব্রাউন সুগার ভরে পাচার করা হত বলে জানিয়েছে ধৃত চার মনিপুরী মাদক কারবারি-সাইবাম রোনান কুমার সিং, ইয়েংখম প্রেমচন্দ্র সিং, লাইশ্রম বিজয় সিং ও সঙ্গম সুফম নাসির আলি । রাজ্য পুলিশের স্পেশাল টাক্স ফোর্স (এসটিএফ) ও কাটোয়া থানার পুলিশ মিলে ধৃতদের ম্যারাথন জেরা করে জানতে পেরেছে, মায়ানমার চিন বর্ডার এলাকায় রয়েছে ব্রাউন সুগার তৈরির একাধিক কারখানা। সেখান থেকেই মূলত আশপাশের বিভিন্ন দেশগুলিতে মাদক সরবরাহ হয়। মায়ানমারের এক মহিলা মিডিলম্যানের মাধ্যেমেই মাদক নিত ধৃত মনিপুরী মাদক গ্যাংটি। সেখান থেকে গাড়ির স্টেপনির মধ্যে ব্রাউন সুগার ভরে প্রথমে তারা মনিপুরে আনত। তারপর তা বিভিন্ন রাজ্যে মাদক কারবারীদের বিক্রি করত। মাদকের এই কারবার এতটাই লাভজনক যে অসমের সশস্ত্রবাহিনীর চাকরি ছেড়ে পুরোপুরি এই পেশায় নেমে যায় সুমফাম নাসির আলি ।
জানা গেছে, ধৃত মনিপুরী মাদক কারবারীরা জেরায় জানিয়েছে দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে তাদের পাইকারী ক্রেতারা । এরাজ্যে মূলত তারা নদিয়া, হুগলি ও পূর্ব বর্ধমানে ব্রাউন সুগার সাপ্লাই দিত। তাদের অন্যতম ক্রেতা হল কাটোয়ার পঞ্চাননতলা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা মাদক কারবারী বাদশা মল্লিক। রাজ্য পুলিশের এসটিএফ ও কাটোয়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাদশাকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছিল গত ১৫ অক্টোবর। বেশ কিছু হেরোইনও উদ্ধার হয় সেই সময়। আর বাদশাকে জেরা করেই দাঁইহাট মোড় থেকে একটি চারচাকা গাড়ি সমেত মনিপুরি গ্যাং এর চার সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তারা বাদশাকে মাদক সরবরাহ করতে এসেছিল । কিন্তু ইতিমধ্যেই পুলিশ যে বাদশাকে পাকড়াও করেছে তা তারা টের পায়নি।
advertisement
পুলিশের জেরায় বাদশা জানায়, সে মনিপুরি গ্যাংয়ের কাছ থেকে কেজি দরে ব্রাউন সুগার কিনত। তারপর তা নদিয়ায় প্রসেসিং করে হেরোইন বানিয়ে তা পুড়িয়া করে জেলায় জেলায় ছড়িয়ে দিত। পুলিশের অনুমান, আন্তর্জাতিক এই মাদক পাচার চক্রটি খুবই বড় মাপের। চক্রের বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ। এদিকে শুক্রবার ধৃত মনিপুরী গ্যাংকে কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাদের শনিবার বর্ধমানের মাদক সংক্রান্ত আদালতে তোলার নির্দেশ দেন। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
advertisement
advertisement
Malobika biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bardhaman News: গোটা দেশে কী ভাবে পাচার করা হয় মাদক! রয়েছে মহিলার হাত! জানলে অবাক হবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement