East Bardhaman News- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন আয়ুষী
- Published by:Samarpita Banerjee
Last Updated:
শুধু মাইলের পর মাইল হাঁটা, লক্ষ্য সীমান্ত পেরোনো। পদে পদে বিপদকে এড়িয়ে ৫০ কিলোমিটার হাঁটার পর ইউক্রেন ছাড়তে পেরেছেন পূর্ব বর্ধমানের আয়ুষী আগরওয়াল
#পূর্ব বর্ধমান: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও আটকে ভারত থেকে পড়াশোনা করতে যাওয়া ছাত্রছাত্রীরা। স্বাভাবিকভাবেই ঘরের ছেলে মেয়েদের ফিরে আসার অধীর অপেক্ষায় প্রতিমুহূর্ত কাটছে পরিবার আপনজনদের। এরই মধ্যে বেশ কিছু পড়ুয়া নানান প্রতিকূলতা পার করে ফিরেছেন দেশে। নিজের নিজের দেশে ফিরে আসার চেষ্টায় এখনও আরও অনেক পড়ুয়া। ইউক্রেন থেকে পোল্যান্ড, ইস্তানম্বুল, দিল্লি হয়ে কলকাতা বিমানবন্দরে ফিরে এসেছেন বর্ধমানের উল্লাস উপনগরীর বাসিন্দা আয়ুষী আগরওয়াল।(East Bardhaman News) খিদে, তেষ্টা, পথের ক্লান্তি ভুলে শুধু মাইলের পর মাইল বিরামহীন হাঁটা, লক্ষ্য সীমান্ত পেরোনো। পদে পদে বিপদকে এড়িয়ে ৫০ কিলোমিটার হাঁটার পর ইউক্রেন ছাড়তে পেরেছেন পূর্ব বর্ধমানের আয়ুষী আগরওয়াল। পূর্ব বর্ধমানের উল্লাসের বাসিন্দা আয়ুষী ছ'মাস আগে গিয়েছিলেন ইউক্রেনের তেরানোপিল শহরের মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়তে। হঠাৎই রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ বেঁধে যাওয়ায় অন্য ছাত্রছাত্রীদের মত তাকেও পড়তে হয় সমস্যায়।
আয়ুষী জানিয়েছে, কিভ বা খারকিভ শহরে থাকা বন্ধুবান্ধবদের মুখে বোমা পড়া ও রুশ হানার খবর পেয়ে আর শান্ত হয়ে বসে থাকতে পারেননি। এ সবের মধ্যেই বিশ্ববিদ্যালয় থেকে বলে দেওয়া হয় দ্রুত শহর ছাড়তে হবে। এরপরই বাকি পড়ুয়াদের সঙ্গে আয়ুষী প্রথমে একটা বাসে করে রওনা দেয় পোল্যান্ডের দিকে। কিন্তু যানজটে আটকে পড়ে বাস। সেখানেই বাধ্য হয়ে নেমে পড়েন তিনি ও ২০ জনের একটি দল। এরপর টানা ৫০ কিলোমিটার হাঁটা। মাইনাস ১৫ ডিগ্রি তাপমাত্রা, ভয়ংকর সেই অভিজ্ঞতার কথা জানান আয়ুষী। পোল্যান্ডে এসে বেশ খানিক পথ পেরিয়ে তাঁরা সীমান্তে আসেন। সাহায্য মেলে ভারতীয় দূতাবাসের। আয়ুষী জানিয়েছেন, দেশে ফেরার আগে সমস্ত আটকে পড়া পড়ুয়াদের খুব সাহায্য করেছে ভারত সরকার। দেশে ফেরার পরে একেবারে বাড়ি অবধি পৌঁছনোর সমস্ত দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। তিনি আরও জানান, গত সাতদিনে তাকেও প্রতি মুহূর্তে নিজের সঙ্গে রীতিমত যুদ্ধ করতে হয়েছে। শারীরিক আর মানষিকভাবে সে কার্যত বিপর্যস্ত। হাতে পায়ে ব্যাথা রয়েছে। তবে মায়ের কোলে ফিরতে পেরে সব যন্ত্রণার কথা ভুলে যেতে চাইছেন আয়ুষী।
advertisement
অন্যদিকে, আয়ুষীর মা সুইটি আগরওয়াল মেয়েকে ফিরে পাওয়াকে ভগবানের আশীর্বাদ বলে জানিয়েছেন (East Bardhaman News)। কলকাতা বিমানবন্দরে আয়ুষীকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। জেলাশাসক, পূর্ব বর্ধমানের পক্ষ থেকে জেলা বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক ও পরিবারের তরফে আয়ুষীর বাবা সুশীল কুমার আগরওয়াল, মা সুইটি আগরওয়াল ও আয়ুষীকে বিমান বন্দরে স্বাগত জানান। আয়ুষীকে এরপর বর্ধমানের উল্লাসে তার বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেও তাকে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়।
advertisement
advertisement
Malobika Biswas
Location :
First Published :
March 04, 2022 8:05 PM IST