Odisha Train Accident: ওড়িশার রেল দুর্ঘটনায় ফের মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের, শোকের ছায়া পরিবারে

Last Updated:

Odisha Train Accident: বালেশ্বর রেল দুর্ঘটনায় আবার প্রাণ হারাল পূর্ব বর্ধমানের এক পরিযায়ী শ্রমিক। দীর্ঘদিন চিকিৎসা চলার পর গত শুক্রবার তিনি কটক হাসপাতালে মারা যান।

দীর্ঘদিন চিকিৎসা চলার পর গত শুক্রবার তিনি কটক হসপিটালে মারা যান
দীর্ঘদিন চিকিৎসা চলার পর গত শুক্রবার তিনি কটক হসপিটালে মারা যান
পূর্ব বর্ধমান: বালেশ্বর রেল দুর্ঘটনায় আবার প্রাণ হারাল পূর্ব বর্ধমানের এক পরিযায়ী শ্রমিক। জানা গেছে, পূর্ব বর্ধমান জেলার ভাতারের ভাটাকুল গ্রামের খোকন শেখ দক্ষিণ ভারতে পরিযায়ী শ্রমিকের কাজে যাচ্ছিলেন । এবং দূর্ঘটনার সময় তিনি করমন্ডল এক্সপ্রেসে ছিলেন তবে দুর্ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরবর্তীতে পরিবারের লোকজন খোঁজ নিয়ে জানতে পারে খোকন শেখ কটক হসপিটালে ভর্তি রয়েছে। কিন্তু সেইসময় খোকন শেখের সঙ্গে পরিবারের লোকজনদের কোনও কথা হয়নি , তার কারণ দুর্ঘটনার পর খোকন শেখ আর কথা বলতে পারেননি।
তবে দীর্ঘদিন চিকিৎসা চলার পর গত শুক্রবার তিনি কটক হাসপাতালে মারা যান। খোকন শেখের স্ত্রী বুলটি খাতুন জানান যে, আমার স্বামী ভর্তি থাকাকালীন এম.পি সুরিন্দরজিৎ সিং আলুওয়ালিয়া আমাদের সঙ্গে সব সময় যোগাযোগ রেখেছিলেন।পাশাপাশি আর্থিক সাহায্যও করেছিলেন। শুক্রবার যখন আমার স্বামী মারা যায় রেল দফতরের পক্ষ থেকে আমাদের মৃতদেহ ট্রেনে করে আনার ব্যবস্থা করেছিলেন। এম.পি সুরিন্দরজিৎ সিং আলুওয়ালিয়া ১টি অ্যাম্বুলেন্স ও ১ টি চার চাকা গাড়ির ব্যবস্থা করে মৃতদেহ বাড়িতে এনে দেন।
advertisement
advertisement
পাশাপাশি এদিন মৃত খোকন শেখের পরিবারের সঙ্গে দেখা করতে ভাতারের ভাটাকুল গ্রামে পৌঁছান সাংসদ আলুওয়ালিয়া । মৃত পরিবারের লোকজন এম.পির এই ব্যবহারে খুশি হয়েছেন পাশাপাশি তিনি গ্রামবাসীর সঙ্গেও কথা বলেন। সাংসদ সুরিন্দরজিৎ সিং আলুওয়ালিয়া জানান, ‘আমি ভাতারের সমস্ত আহত পরিযায়ী শ্রমিকদের বাড়ি গিয়েছিলাম । তাদের খোঁজখবর নিয়েছি। খোকন শেখের খবর শুনে তার বাড়িও গিয়েছিলাম। এরপর রেল দফতরের খোঁজ নিয়ে জানতে পারি সে কটক হাসপাতালে ভর্তি রয়েছে । দু’মাস ধরে সে জীবন যুদ্ধ চালাল, কিন্তু শুক্রবার সে হার মেনেছে। আমি ওনার মৃতদেহ বাড়িতে আনার ব্যবস্থা করি ।আজ পরিবারের সঙ্গে দেখা করলাম। আগামী দিনে ওর পরিবারের পাশে থাকব, চেষ্টা করব পরিবারের কাউকে কোনও চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। দুটি ছেলে আছে তাদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করব।’ সাংসদের এই আশ্বাসে খুশি হয়েছেন খোকন শেখের পরিবারের লোকজন।
advertisement
Bonoarilal Chowdhury
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Odisha Train Accident: ওড়িশার রেল দুর্ঘটনায় ফের মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের, শোকের ছায়া পরিবারে
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement