মেট্রোয় নীতি পুলিশের বাড়বাড়ন্ত, টালিগঞ্জ মেট্রোর বাইরে প্রতিবাদে যুবক-যুবতীরা

Last Updated:

মেট্রোয় আলিঙ্গনের প্রতিবাদে নীতি পুলিশের বাড়বাড়ন্ত। যুবক যুবতীকে ধরে মারধর। প্রতিবাদে জেন ওয়াই।

#কলকাতা: মেট্রোয় আলিঙ্গনের প্রতিবাদে নীতি পুলিশের বাড়বাড়ন্ত। যুবক যুবতীকে ধরে মারধর। প্রতিবাদে জেন ওয়াই। টালিগঞ্জ মেট্রো স্টেশনের বাইরে এদিন প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে সামিল হন একদল যুবক যুবতী। শুধু প্রতিবাদই নয়, ভালোবাসার বার্তা দেওয়াই তাদের উদ্দেশ্য বলে দাবি প্রতিবাদীদের।
কলকাতা মেট্রোতে যাত্রী প্রহারের ঘটনায় নিন্দা চারিদিকে ৷ আলিঙ্গনরত দুই যুবক যুবতীকে সোমবার রাতে মারধর করা হয় মেট্রো স্টেশনে ৷ গতকাল দিনভর এই ঘটনা নিয়ে সোচ্চার ছিল বিভিন্ন সংবাদমাধ্যম ৷
সোমবার রাতে দমদম গামী মেট্রো ট্রেনে উঠেছিলেন ওই তরুণ তরুণী ৷ তখন ঘড়িতে প্রায় পৌনে নটা বাজে ৷ ভিড়ের মাঝে একের অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল ওই যুগল ৷ আর তাতেই তীব্র আপত্তি জানাতে শুরু করেন সহ যাত্রীরা ৷
advertisement
advertisement
দমদম স্টেশন পৌঁছেতেই তাদের ট্রেন থেকে টেনে হিঁচড়ে নামানো হয় প্ল্যাটফর্মে ৷ এরপর মারধর করতে শুরু করেন যাত্রীরা ৷ গণপ্রহারে যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগই মধ্যবয়সী বা প্রৌঢ় ৷ যাদের কাছ এই রকমের ব্যবহার একদমই অপ্রত্যাশিত ৷ সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউই ৷
advertisement
ঘটনা সরেজমিনে খতিয়ে দেখা আশ্বাস দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ ৷ তবে এও জানিয়েছে যে এই ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি ৷ কিন্তু সবরকম ভাবেই ঘটনাটি জানার চেষ্টা করবে কর্তৃপক্ষ ৷ তবে মেট্রো যে নীতি পুলিশের ভূমিকা সমর্থন করে না , এটা স্পষ্ট করে দিয়েছে তারা ৷ তবে এরপরই প্রশ্ন উঠেছেখোদ মেট্রো কর্তৃপক্ষের ভূমিকায় ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মেট্রোয় নীতি পুলিশের বাড়বাড়ন্ত, টালিগঞ্জ মেট্রোর বাইরে প্রতিবাদে যুবক-যুবতীরা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement