'মন কি বাত' অনুষ্ঠানে আবেগপ্রবণ প্রধানমন্ত্রী, স্মরণ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে
Last Updated:
সরকারের ঠিক ৪ বছর পূর্তির পর প্রথম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ আবেগাপ্লুত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী প্রসঙ্গে মন কি বাতের ৪৪ তম অনুষ্ঠানে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ৷
#নয়াদিল্লি: সরকারের ঠিক ৪ বছর পূর্তির পর প্রথম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ আবেগাপ্লুত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী প্রসঙ্গে মন কি বাতের ৪৪ তম অনুষ্ঠানে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ৷ প্রধানমন্ত্রী হিসাবে অটলবিহারী বাজপেয়ীর অবদান বোলার নয় বলেই তিনি মনে করেন ৷ প্রসঙ্গত আজই তিনি উদ্বোধন করেছেন দেশের প্রথম ১৪ লেনের হাইওয়ের উদ্বোধন করেছেন ৷
তিনি অটলবিহারী বাজপেয়ী দেশের অখণ্ডতা রক্ষা করতে অনেক প্রয়াস করেছিলেন, নিয়েছিলেন বেশ কিছু পদক্ষেপও ৷ তাঁর ভয় ভবিষ্যতে দেশের অখণ্ডতা না নষ্ট হয়ে যায় ৷ মে মাস প্রসঙ্গে তিনি বলেছেন ১৮৫৭ সালের এই মে মাসে দেশের বিভিন্ন প্রান্তে অন্যায়ের বিরুদ্ধে লড়ে ছিল দেশের কৃষক সমাজ থেকে শুরু করে বাহাদুর মানুষেরা ৷ হ্যাঁ সিপাহী বিদ্রোহের কথাই বলা হয়েছে ৷
advertisement
advertisement
ইতিহাসের পাতায় সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের গুরুত্ব অপরিসীম ৷ তিনি আরও যোগ করেছেন ২১ জুন সারা পৃথিবী আমাদের সঙ্গেই যোগদিবস পালন করে ৷ তিনি প্রতিদিনের জীবনে যোগ ব্যায়ামের গুরুত্ব মনে করিয়ে দিয়েছেন ৷
advertisement
ভারত আজ কত উন্নতি সাধন করেছে ৷ প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিভাগেই উন্নতি করেছে ভারতে এসেছে বিপুল পরিবর্তন ৷ তিনি আশপ্রকাশ করেছেন আগামী দিনে উন্নতির শিখরে পৌঁছবে দেশ ৷ পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই দেশের উন্নতি হবে ৷
তিনি ৬ জন মহিলা নৌসেনার কথা বলেছেন যাঁরা বেশ কয়েক মাস ধরে সমুদ্র যাত্রায় ছিলেন ৷ বিভিন্ন মহাসাগর ও সমুদ্রে যাত্রা করে হাজার হাজার মাইল পার হয়ে এসেছেন যা পৃথিবীর ইতিহাসে প্রথমবার ৷ এনেছেন স্বাস্থ্য বিমার প্রসঙ্গও ৷
advertisement
এককথায় রবিবারের সকালে প্রধানমন্ত্রীর মন কি বাত ছিল জনগণের উদ্দেশে দেশের হাল হকিকত বার্তা ৷ জনগণকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন ৷ অপেক্ষার মাধ্যমেই মিলতে পারে মধুর ফল ৷
Location :
First Published :
May 27, 2018 3:28 PM IST