বোমা ফেটে গুরুতর আহত ছোট্ট পৌলমী সুস্থ হয়ে বাড়ি ফিরতেই খুশির জোয়ার গোটা পরিবারে

Last Updated:

বোমায় আহত পৌলমী ও তার পরিবারের সঙ্গে দেখা করেন " সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি "-র প্রতিনিধি দল । পৌলমী ও তার পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য করে প্রতিনিধি দল ৷

#উত্তর ২৪ পরগনা:  গত ২০ এপ্রিল সকালে ফুল তুলতে গিয়ে বল ভেবে বোমা কুড়িয়ে বাড়িতে নিয়ে এসেছিল ছোট্ট পৌলমী ৷  পরে সেই বোমা ফেটেই আহত হয় সে ৷ ঘটনায় পৌলমীর বাঁ হাত উড়ে গিয়েছে, ক্ষত-বিক্ষত হয়েছে  শরীরের বহু অংশ  ৷ এরপরে আহত পৌলমীকে আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য ৷ এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা চলার পরে ৷ আসতে আসতে সেরে উঠেছে পৌলমী ৷
বোমায় আহত পৌলমী ও তার পরিবারের সঙ্গে দেখা করেছিল " সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি "-র প্রতিনিধি দল । পৌলমী ও তার পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য করে প্রতিনিধি দল ৷
নতুন ব্যাঙ্ক এ্যাকাউন্ট খুলে চাঁদা সংগ্রহ করে পৌলমীর ক্ষতিগ্রস্থ হাতের চিকিৎসার জন্য আরও আর্থিক সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল ঐ সংগঠন | উত্তর ২৪ পরগনার হাড়োয়ার গোপালপুরে পৌলমীর বাড়ি  ৷
advertisement
advertisement
চিকিৎসার পরে জীবন ফিরে পেলেও তার বাঁ হাতটি হারান তিনি | সেই ক্ষতিগ্রস্থ হাতের চিকিৎসার জন্যই এগিয়ে এসেছে " সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি " I তবে সুস্থ হয়ে ওঠার আনন্দে আজ মেতেছে পৌলমীর পরিবার ৷ তবে পুরোপুরি সুস্থ নয় পৌলমী এখনও  চিকিৎসকদের পরামর্শে থাকতে হবে তাঁকে ৷ পৌলমীর সুস্থ হওয়াটাই পরিবারের কাছে চরম প্রাপ্তির ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বোমা ফেটে গুরুতর আহত ছোট্ট পৌলমী সুস্থ হয়ে বাড়ি ফিরতেই খুশির জোয়ার গোটা পরিবারে
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement