সচিন-রেখাদের মেয়াদ শেষ, রাষ্ট্রপতির মনোনয়নে এ বার রাজ্য়সভায় এই ৪ ব্যক্তিত্ব

Last Updated:

রাজ্যসভায় বিশেষ মনোনীত সদস্যের মধ্যে মেয়াদ শেষ হচ্ছে সচিন তেন্ড‌ুলকার, রেখা, শিল্পপতি অনু আঘা ও আইনজীবী কে পরাসরনের ৷

#নয়াদিল্লি: দেশের ৪ বিশিষ্ট ব্যক্তিত্বকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ এঁরা হলেন, দলিত ও কৃষক নেতা রাম শকল, সাহিত্যিক রাকেশ সিনহা, ভাস্কর রঘুনাথ মহাপাত্র ও শাস্ত্রীয় নৃত্যশিল্পী সোনাল মানসিং৷
রাজ্যসভায় বিশেষ মনোনীত সদস্যের মধ্যে মেয়াদ শেষ হচ্ছে সচিন তেন্ড‌ুলকার, রেখা, শিল্পপতি অনু আঘা ও আইনজীবী কে পরাসরনের ৷ ওঁদের জায়গায় আসছেন রাষ্ট্রপতির মনোনীত ৪ বিশিষ্ট্য ব্যক্তিত্ব৷ রাম শকল উত্তরপ্রদেশের কৃষক ও দলিত নেতা৷ এছাড়াও মধ্যপ্রদেশের রবার্টসগঞ্জ থেকে ৩ বারের সাংসদ৷
advertisement
advertisement
ইন্ডিয়া পলিসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাম্মানিক ডিরেক্টর রাকেশ সিনহা দিল্লি ইউনিভার্সিটির অধ্যাপক৷ এ ছাড়াও ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ-এর সদস্য তিনি৷ খ্যাতনামা ভাস্কর রঘুনাথ মহাপাত্র পুরীর জগন্নাথ মন্দির সৌন্দর্যায়নের দায়িত্বে ছিলেন৷ সংসদের সেন্ট্রাল হলে যে বালি পাথরের ৬ ফুটের সূর্যমূর্তিটি রয়েছে, তা রঘুনাথের সৃষ্টি৷ প্যারিসে কাঠের বুদ্ধও তাঁর অন্যতম জনপ্রিয় কাজ৷
advertisement
৬ দশকেরও বেশি সময় ধরে শাস্ত্রীয় নৃত্যে পরিচিত নাম সোনাল মানসিং৷ ভারতনাট্যম ও ওডিশি নৃত্যশিল্পী৷ এ ছাড়াও বিখ্যাত কোরিওগ্রাফার, সমাজকর্মী হিসেবেও তিনি পরিচিত৷ ১৯৭৭ সালে দিল্লিতে সেন্টার ফর ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সেস-এর প্রতিষ্ঠাতা সোনাল মানসিং৷
প্রসঙ্গত, রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সদস্যরা প্রথম ৬ মাসের মধ্যে কোনও রাজনৈতিক দলেও যোগ দিতে পারেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
সচিন-রেখাদের মেয়াদ শেষ, রাষ্ট্রপতির মনোনয়নে এ বার রাজ্য়সভায় এই ৪ ব্যক্তিত্ব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement