সচিন-রেখাদের মেয়াদ শেষ, রাষ্ট্রপতির মনোনয়নে এ বার রাজ্য়সভায় এই ৪ ব্যক্তিত্ব

Last Updated:

রাজ্যসভায় বিশেষ মনোনীত সদস্যের মধ্যে মেয়াদ শেষ হচ্ছে সচিন তেন্ড‌ুলকার, রেখা, শিল্পপতি অনু আঘা ও আইনজীবী কে পরাসরনের ৷

#নয়াদিল্লি: দেশের ৪ বিশিষ্ট ব্যক্তিত্বকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ এঁরা হলেন, দলিত ও কৃষক নেতা রাম শকল, সাহিত্যিক রাকেশ সিনহা, ভাস্কর রঘুনাথ মহাপাত্র ও শাস্ত্রীয় নৃত্যশিল্পী সোনাল মানসিং৷
রাজ্যসভায় বিশেষ মনোনীত সদস্যের মধ্যে মেয়াদ শেষ হচ্ছে সচিন তেন্ড‌ুলকার, রেখা, শিল্পপতি অনু আঘা ও আইনজীবী কে পরাসরনের ৷ ওঁদের জায়গায় আসছেন রাষ্ট্রপতির মনোনীত ৪ বিশিষ্ট্য ব্যক্তিত্ব৷ রাম শকল উত্তরপ্রদেশের কৃষক ও দলিত নেতা৷ এছাড়াও মধ্যপ্রদেশের রবার্টসগঞ্জ থেকে ৩ বারের সাংসদ৷
advertisement
advertisement
ইন্ডিয়া পলিসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাম্মানিক ডিরেক্টর রাকেশ সিনহা দিল্লি ইউনিভার্সিটির অধ্যাপক৷ এ ছাড়াও ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ-এর সদস্য তিনি৷ খ্যাতনামা ভাস্কর রঘুনাথ মহাপাত্র পুরীর জগন্নাথ মন্দির সৌন্দর্যায়নের দায়িত্বে ছিলেন৷ সংসদের সেন্ট্রাল হলে যে বালি পাথরের ৬ ফুটের সূর্যমূর্তিটি রয়েছে, তা রঘুনাথের সৃষ্টি৷ প্যারিসে কাঠের বুদ্ধও তাঁর অন্যতম জনপ্রিয় কাজ৷
advertisement
৬ দশকেরও বেশি সময় ধরে শাস্ত্রীয় নৃত্যে পরিচিত নাম সোনাল মানসিং৷ ভারতনাট্যম ও ওডিশি নৃত্যশিল্পী৷ এ ছাড়াও বিখ্যাত কোরিওগ্রাফার, সমাজকর্মী হিসেবেও তিনি পরিচিত৷ ১৯৭৭ সালে দিল্লিতে সেন্টার ফর ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সেস-এর প্রতিষ্ঠাতা সোনাল মানসিং৷
প্রসঙ্গত, রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সদস্যরা প্রথম ৬ মাসের মধ্যে কোনও রাজনৈতিক দলেও যোগ দিতে পারেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সচিন-রেখাদের মেয়াদ শেষ, রাষ্ট্রপতির মনোনয়নে এ বার রাজ্য়সভায় এই ৪ ব্যক্তিত্ব
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement