গণেশ চতুর্থীর দিনও রেহাই নেই, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
Last Updated:
সোমবারেই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারত বনধের ডাক দিয়েছিল কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দল । পেট্রোপণ্যের দামে সরকারি শুল্ক হ্রাস করার দাবিও জানিয়েছিল তাঁরা ৷
#কলকাতা: আজ গণেশ চতুর্থী ৷ দেশ মেতেছে সেই অনুষ্ঠানে ৷ কিন্তু উৎসবের মরশুমেও রেহাই মিলল না ৷ আজও ফের বাড়ল জ্বালানির দাম ৷
আজ পেট্রোলের দাম বাড়ল ১৩ পয়সা ৷ কলকাতায় পেট্রোল লিটারে ৮২.৮৭ টাকা ৷ অন্যদিকে, ডিজেলের দাম বেড়েছে ১১ পয়সা ৷ কলকাতায় আজ ডিজেলের দাম লিটারে ৭৪.৯৩ টাকা ৷ গত কয়েকদিন ধরে ঊর্ধ্বমূখী থাকার পর গতকাল খানিকটা স্বস্তি দিয়েছিল জ্বালানির দাম ৷ কারণ বুধবার আর নতুন করে দাম বাড়েনি পেট্রোল-ডিজেলের ৷ মঙ্গলবার মুম্বই-এ লিটার প্রতি পেট্রোলের দাম ছিল প্রায় ৮৮ টাকা ২৬ পয়সা, রাজধানীতে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৮০ টাকা ৮৭ পয়সা । গতকাল মুম্বই ও দিল্লিতে ডিজেলের দাম ছিল যথাক্রমে ৭৭টাকা ৪৭ পয়সা ও ৭২ টাকা ৯৭ পয়সা । বুধবারেও এই দাম অপরিবর্তিত ছিল ৷ কিন্তু বৃহস্পতিবার ফের চড়ল জ্বালানির দাম ৷
advertisement
advertisement
সোমবারেই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারত বনধের ডাক দিয়েছিল কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দল । পেট্রোপণ্যের দামে সরকারি শুল্ক হ্রাস করার দাবিও জানিয়েছিল তাঁরা ৷ যদিও কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে এই মুহূর্তে শুল্ক কমানো সম্ভব নয় । পেট্রোপণ্যের প্রকৃত মূল্যের উপর কেন্দ্র ও রাজ্যের শুল্ক চাপিয়েই চূড়ান্ত দাম নির্ধারণ করা হয় । তেল কোম্পানীগুলির মতে নিষ্কাশনের পরে পেট্রোলের দাম থাকে লিটার প্রতি ৪০ টাকা ও ডিজেলের দাম থাকে ৪৩টাকা প্রতি লিটার ।
view commentsLocation :
First Published :
September 13, 2018 10:45 AM IST

