গণেশ চতুর্থীর দিনও রেহাই নেই, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

Last Updated:

সোমবারেই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারত বনধের ডাক দিয়েছিল কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দল । পেট্রোপণ্যের দামে সরকারি শুল্ক হ্রাস করার দাবিও জানিয়েছিল তাঁরা ৷

#কলকাতা: আজ গণেশ চতুর্থী ৷ দেশ মেতেছে সেই অনুষ্ঠানে ৷ কিন্তু উৎসবের মরশুমেও রেহাই মিলল না ৷ আজও ফের বাড়ল জ্বালানির দাম ৷
আজ পেট্রোলের দাম বাড়ল ১৩ পয়সা ৷ কলকাতায় পেট্রোল লিটারে ৮২.৮৭ টাকা ৷ অন্যদিকে, ডিজেলের দাম বেড়েছে ১১ পয়সা ৷ কলকাতায় আজ ডিজেলের দাম লিটারে ৭৪.৯৩ টাকা ৷ গত কয়েকদিন ধরে ঊর্ধ্বমূখী থাকার পর গতকাল খানিকটা স্বস্তি দিয়েছিল জ্বালানির দাম ৷ কারণ বুধবার আর নতুন করে দাম বাড়েনি পেট্রোল-ডিজেলের ৷ মঙ্গলবার মুম্বই-এ লিটার প্রতি পেট্রোলের দাম ছিল প্রায় ৮৮ টাকা ২৬ পয়সা, রাজধানীতে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৮০ টাকা ৮৭ পয়সা । গতকাল মুম্বই ও দিল্লিতে ডিজেলের দাম ছিল যথাক্রমে ৭৭টাকা ৪৭ পয়সা ও ৭২ টাকা ৯৭ পয়সা । বুধবারেও এই দাম অপরিবর্তিত ছিল ৷ কিন্তু বৃহস্পতিবার ফের চড়ল জ্বালানির দাম ৷
advertisement
advertisement
সোমবারেই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারত বনধের ডাক দিয়েছিল কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দল । পেট্রোপণ্যের দামে সরকারি শুল্ক হ্রাস করার দাবিও জানিয়েছিল তাঁরা ৷ যদিও কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে এই মুহূর্তে শুল্ক কমানো সম্ভব নয় । পেট্রোপণ্যের প্রকৃত মূল্যের উপর কেন্দ্র ও রাজ্যের শুল্ক চাপিয়েই চূড়ান্ত দাম নির্ধারণ করা হয় । তেল কোম্পানীগুলির মতে নিষ্কাশনের পরে পেট্রোলের দাম থাকে লিটার প্রতি ৪০ টাকা ও ডিজেলের দাম থাকে ৪৩টাকা প্রতি লিটার ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গণেশ চতুর্থীর দিনও রেহাই নেই, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement