আলিপুর জেলে ভূতের উপদ্রব, ফাঁসির মঞ্চ, হাসপাতালে শোনা যাচ্ছে পায়ের আওয়াজ !!!

Last Updated:

মঙ্গলবার রাত তখন দেড়টা-পৌনে দু’টো। বাইরে টিপ-টিপ করে বৃষ্টি পড়ছে, সবুজে ঘেরা গাছপালায় আলিপুর সংশোধনাগারে হঠাৎই মধ্যরাতে ‘অশরীরী’ আতঙ্ক’ ৷

#কলকাতা: মঙ্গলবার রাত তখন দেড়টা-পৌনে দু’টো। বাইরে টিপ-টিপ করে বৃষ্টি পড়ছে, সবুজে ঘেরা গাছপালায় আলিপুর সংশোধনাগারে হঠাৎই মধ্যরাতে ‘অশরীরী’ আতঙ্ক’ ৷ সূত্রের খবর প্রথমে এক সিপাহী ‘অশরীরী’ কিছু অনুভব করেন ৷ এরপর সে অন্যান্য সিপাহীদের জানালে তারপর হুলস্থূল শুরু হয়ে যায় আলিপুর সংশোধনাগারে। বেশ কিছু দিন ধরেই আলিপুর জেলে ‘অশরীরী’র কথা বলছেন বন্দিরাও।
এক বার রাতে শুয়ে থাকাকালীন এক বন্দির মনে হয়েছিল, সামনে কেউ ঘুরে বেড়াচ্ছে ৷ সারা শরীর ভারি হয়ে যাচ্ছে ৷ এছারাও রাতে মাঝে মাঝেই আঁশটে গন্ধ পাওয়া যায় বলে তারা জানিয়েছে । অন্য বন্দিরা জানিয়েছেন, কয়েক মিনিট ধরে শৌচাগারে গিয়ে গোঁ গোঁ আওয়াজ করেছিলেন তিনি। পরে বলেছিলেন, কেউ বোধহয় আমাকে ধাক্কা মারছিল। দম বন্ধ হয়ে যাচ্ছিল। বন্দিদের থেকে এই সব শোনার পরে জেল কর্তৃপক্ষ তা কার্যত উড়িয়ে দেন। বন্দিদের কাছ থেকে সোনা যায় জেলের মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে অশরীরীদের অনুভুতি পায়া যায় যেমন ছাপাখানা, হাসপাতাল এবং সবথেকে উল্লেখযোগ্য স্থান হল ফাঁসির মঞ্চে।
advertisement
advertisement
সারা রাত ভূতের আতঙ্কের জন্য জেলার সাহেবের উপস্থিতিতে ৩ ও ১৩ নং সেলের ভিতর থেকে বন্দিদের বের করে তল্লাশি করা হয়। তারপর বন্দিদের গুনতি করে পুনরায় তাদের ভিতরে ঢোকানো হয়। কিন্তু ভূতেরদের তো তল্লাশি করা সম্ভব নয় তারা রয়ে গেছে যথা স্থানেই। এখনও আতঙ্কেই রয়েছেন বন্দিরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আলিপুর জেলে ভূতের উপদ্রব, ফাঁসির মঞ্চ, হাসপাতালে শোনা যাচ্ছে পায়ের আওয়াজ !!!
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement