গড়িয়া বাজারে লরির ধাক্কায় মৃত ১, দুর্ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা, লাঠিচার্জ
Last Updated:
দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে গড়িয়ায় উত্তেজনা। এর জেরে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা ও হাতাহাতি।
#কলকাতা: দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে গড়িয়ায় উত্তেজনা। এর জেরে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা ও হাতাহাতি।
বুধবার মধ্যরাতে রাস্তা পেরোনর সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান বছর পঞ্চাশের রহমান সরকার। তিনি গড়িয়া বাজারে নৈশপ্রহরীর কাজ করতেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। মৃতদেহ আটকে অবরোধ শুরু হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রতি রাতেই লরি, ট্রাক দাঁড় করিয়ে পুলিশ তোলা আদায় করে। এদিনও তোলা আদায় করছিল পুলিশ। তা থেকে বাঁচতেই বেপরোয়া গতিতে ট্রাকটি ওই ব্যক্তিকে ধাক্কা মেরে রাজপুরের দিকে পালিয়ে যায়।
advertisement
advertisement
দুর্ঘটনার খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে এলে স্থানীয়দের সঙ্গে বচসা শুরু হয়।তা থেকেই দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। মাইকিং করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ।
এরপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। লাঠির ঘায়ে কয়েকজন আহত হন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুলিশ ৷
view commentsLocation :
First Published :
April 19, 2018 9:22 AM IST