এমন দৃশ্য কেউ কখনও দেখেনি...! মহাকাশে বিয়ে ধন্য ধন্য করেছে গোটা দুনিয়া, বর-কনে কারা?

Last Updated:

২০০৩ সালের ১০ অগাস্ট রুশ মহাকাশচারী ইউরি ম্যালেনচেঙ্কো মহাকাশ থেকে এমন এক বিয়ে করেন যা গোটা বিশ্ব দেখছিল। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ইউরি ও একাতেরিনা দিমিত্রিভের বিয়ে ছিল বিশ্বের প্রথম 'মহাকাশ বিয়ে'।

News18
News18
মহাকাশে যাওয়া স্বপ্নের চেয়ে কম কিছু নয়। আর যদি কেউ এখানে বিয়ে করে, তাহলে তো এমন কিছু হবে যা কল্পনাও করা যায় না। ঠিক ২২ বছর আগে মহাকাশে অনুষ্ঠিত হয়েছিল একটি বিয়ে। কিন্তু বর-কনে ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের বিয়ের রাত উদযাপন হয়নি। ২০০৩ সালের ১০ অগাস্ট রুশ মহাকাশচারী ইউরি ম্যালেনচেঙ্কো মহাকাশ থেকে এমন এক বিয়ে করেন যা গোটা বিশ্ব দেখছিল। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ইউরি ও একাতেরিনা দিমিত্রিভের বিয়ে ছিল বিশ্বের প্রথম ‘মহাকাশ বিয়ে’।
advertisement
advertisement
ইউরি তাঁর স্পেস স্যুটের সঙ্গে পরেছিলেন একটি বো-টাই। হিউস্টনে ঐতিহ্যবাহী হাতির দাঁতের তৈরি বিয়ের পোশাক পরে তাঁর কনে একাতেরিনা সকলের মন জয় করেছিলেন। নাসার কন্ট্রোল রুম থেকে স্যাটেলাইটের মাধ্যমে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। খবর অনুযায়ী, একাতেরিনা তখন নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন, ‘ইউরি হয়তো মহাকাশে ছিলেন, কিন্তু আমাদের মধ্যে কথোপকথন আমাদের আরও কাছে এনেছে।’
advertisement
আরও পড়ুন : মিছিলে গিয়ে পুলিশের মারের অভিযোগ, হাসপাতালে ভর্তি আরজি করের নির্যাতিতার মা! দেখতে গেলেন শুভেন্দু
২০১৯ সালে বিজনেস ইনসাইডারে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ইউরি এবং একাতেরিনা এর আগে ২০০ জন অতিথিকে নিয়ে সাধারণ বিয়েই করতে চেয়েছিলেন। কিন্তু ইউরির মিশনের জন্য এই বিয়ের সিদ্ধান্ত। একাতেরিনা ইউরির একটি কাটআউট দিয়ে পোজ দিয়েছিলেন। আর একাতেরিনা ভিডিও টেপে ইউরিকে ফ্লাইং কিস দেন। দুজনেই অনেক আগে থেকে সম্পর্কে ছিলেন। ইউরি মহাকাশ প্রশিক্ষণের জন্য রাশিয়ায় থাকতেন, আর একাতেরিনা আমেরিকায়। দুজনেই ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন, কিন্তু যখন তারা মহাকাশে বিয়ে করার সিদ্ধান্ত নেন, তখন পুরো বিশ্ব হতবাক হয়ে যায়। রাশিয়া ইউরিকে এর অনুমতি দিয়েছিল কিন্তু পরে স্পষ্ট করে দিয়েছিল যে অন্য কোনও মহাকাশচারী এভাবে বিয়ে করতে পারবেন না। বিয়ের কয়েক মাস পর ২০০৩ সালের অক্টোবরে ইউরি পৃথিবীতে ফিরে আসেন এবং তার কনেকে জড়িয়ে ধরেন।
advertisement
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
এমন দৃশ্য কেউ কখনও দেখেনি...! মহাকাশে বিয়ে ধন্য ধন্য করেছে গোটা দুনিয়া, বর-কনে কারা?
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement