Nudist Movement: এই শহরের সুইমিং পুলে এ বার মহিলারাও সাঁতার কাটবেন পুরুষদের মতোই ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে

Last Updated:

Nudist Movement: পাবলিক পুলে পুরুষদের পাশাপাশি মহিলারাও ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে স্নান করতে পারবেন

Representative Image
Representative Image
বার্লিন : জার্মানির গোয়্যেট্টিনজেন শহরে এ বার নতুন নিয়ম৷ এ বার সেখানে পাবলিক পুলে পুরুষদের পাশাপাশি মহিলারাও ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে স্নান করতে পারবেন৷ এই নিয়ম বলবত হলে গোয়্যেট্টিনজেন শহরই হবে জার্মানির প্রথম শহর যেখানে মহিলাদের সুইমিং পুলে অনাবৃত করে স্নান করার অনুমতি দেওয়া হল৷ শহরের একটি সুইমিং পুল ঘিরে গড়ে ওঠা জেন্ডার আইন্ডেন্টিটি নিয়ে আন্দলোনের জেরেই এই বৈপ্লবিক নিয়ম৷
মধ্য জার্মানির এই শহরের স্পোর্টস কমিটি প্রস্তাব রেখেছে যে সব সাঁতারুকেই উর্ধ্বাঙ্গ অনাবৃত করে পুলে নামার অনুমতি দেওয়া হোক৷ প্রাথমিকভাবে মহিলাদের শুধু সপ্তাহান্তে টপলেস হয়ে সাঁতারের অনুমতি দেওয়া হয়েছে৷ আপাতত ১ মে থেকে পরীক্ষামূলকভাবে এই নিয়ম চলবে ৩১ অগাস্ট অবধি৷
আরও পড়ুন : দু’জনের প্রোফাইলেই সমুদ্র ও ‘সে’! রহস্য ঘনীভূত তথাগত-বিবৃতির পোস্টে
তবে শহরের বাসিন্দারা সম্পূর্ণ খুশি নয় এই নতুন নিয়মে৷ তাঁদের দাবি, সমতা শুধু সপ্তাহান্তে নয়৷ জারি রাখতে হবে সপ্তাহভরই৷ অন্যদিকে পুল কর্তৃপক্ষের দাবি, সপ্তাহান্তেই শুধু এই নিয়ম চালু করা হয়েছে যাতে স্কুলপড়ুয়াদের সাঁতার প্রশিক্ষণ পর্ব ব্যাহত না হয়৷
advertisement
advertisement
আরও পড়ুন : গাউনে কি স্যানিটরি ন্যাপকিন? বিচ্ছেদ-গুঞ্জনের মধ্যেই কদর্য ট্রোলিং কিয়ারাকে
পাবলিক ন্যুডিটি বা প্রকাশ্য নগ্নতা জার্মানিতে অপরাধ৷ তবে সমুদ্রসৈকতে এবং লোকালয়ের দূরে প্রকৃতির কোলে নগ্নতা মেনে নেওয়া হয়৷ অতীতে এই দেশ সাক্ষী থেকেছে ন্যুডিস্ট আন্দোলনের৷ জার্মান ভাষায় এই আন্দোলনের নাম FKK বা Frei Korper Kultur৷ অর্থাৎ শরীর উন্মুক্ত করার সংস্কৃতি৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Nudist Movement: এই শহরের সুইমিং পুলে এ বার মহিলারাও সাঁতার কাটবেন পুরুষদের মতোই ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement