Karisma Kapoor : কলিরের টুকরো নিয়ে উচ্ছ্বাস থেকে রহস্যময় উত্তর! করিশ্মা কি আবার সাতপাকে বাঁধা পড়বেন?
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Karisma Kapoor : গত ২৮ এপ্রিল করিশ্মা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে ‘আস্ক মি এনিথিং’ করেন৷ সেখানে এক অনুরাগী তাঁকে জিজ্ঞাসা করেন তিনি আবার বিয়ে করবেন কিনা৷
মুম্বই: নয়ের দশকের ব্যস্ত ও উজ্জ্বল কেরিয়ার ছেড়ে খ্যাতির শীর্ষ সময়েই অভিনয়কে বিদায় জানিয়েছিলেন করিশ্মা কপূর৷ বিয়ে করেছিলেন শিল্পপতি সঞ্জয় কপূরকে৷ তার আগে অভিষেক বচ্চনের সঙ্গে করিশ্মার বিয়ে প্রায় ঠিকই ছিল৷ স্বয়ং অমিতাভ বচ্চন তাঁর ৬০ তম জন্মদিনে তাঁদের এনগেজমেন্টের কথা ঘোষণা করেছিলেন৷ কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়৷
কিন্তু করিশ্মা-সঞ্জয়ের দাম্পত্যও সুখের হয়নি৷ ১১ বছরের দাম্পত্যের পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়৷ বিচ্ছেদের পথও মসৃণ ছিল না৷ একে অন্যের বিরুদ্ধে কদর্য অভিযোগ এনেছিলেন৷ তাঁদের দুই সন্তান থাকে করিশ্মার সঙ্গেই৷
আরও পড়ুন : গাউনে কি স্যানিটরি ন্যাপকিন? বিচ্ছেদ-গুঞ্জনের মধ্যেই কদর্য ট্রোলিং কিয়ারাকে
গত ২৮ এপ্রিল করিশ্মা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে ‘আস্ক মি এনিথিং’ করেন৷ সেখানে এক অনুরাগী তাঁকে জিজ্ঞাসা করেন তিনি আবার বিয়ে করবেন কিনা৷ উত্তর দিতে গিয়ে করিশ্মা একটা মজার জিআইএফ শেয়ার করেন৷ উত্তরে লেখেন, ‘ডিপেন্ডস’৷ অর্থাৎ সবই নির্ভর করছে পরিস্থিতির উপর৷
advertisement
advertisement

আরও পড়ুন : অতীতের সোনালি ক্ষণ এখন স্মৃতি, জন্মদিনে দেখুন অভিষেকের ঘরোয়া মুহূর্ত
দিনকয়েক আগে করিশ্মা পরিবারের বাকিদের সঙ্গে মেতে উঠেছিলেন ভাই রণবীরের বিয়েতে৷ করিশ্মা নিজেই বিয়ের ছবি শেয়ার করেছেন৷ নতুন কনে আলিয়ার হাতের ‘কলিরা’-র অংশ ঝরে পড়ে করিশ্মার উপর৷ একটি ছবিতে দেখা যাচ্ছে করিশ্মা সেই কলিরার টুকরো হাতে ট্রফির মতো ধরে আনন্দে উচ্ছ্বসিত! পঞ্জাবি লোকাচার অনুযায়ী, নতুন কনের হাতের কলিরে যে অবিবাহিত মেয়ের গায়ে পড়বে, তারই বিয়ে হবে এর পর৷
advertisement
আরও পড়ুন : অতীতের সোনালি ক্ষণ এখন স্মৃতি, জন্মদিনে দেখুন অভিষেকের ঘরোয়া মুহূর্ত
কলিরে ধরে ছবি শেয়ার করেছেন করিশ্মা৷ লিখেছেন ‘‘ইনস্টাগ্রাম বনাম রিয়্যালিটি৷ কলিরে পড়েছে আমার উপর৷’’ লোলো-র বন্ধুরা মন্তব্য বাক্সে লিখেছেন যে এ বার তাঁরই বিয়ের পালা! শিল্পপতি সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে করিশ্মা কপূরের প্রেমের গুঞ্জন ও নায়িকার দ্বিতীয় বিয়ের সম্ভাবনা অনেক দিনই চর্চিত ছিল৷ তবে ইদানীং সেই গুঞ্জন অনেক দিনই স্তিমিত হয়ে পড়েছিল৷ আবার উস্কে দিল করিশ্মার কলিরে-পর্ব ও ‘ডিপেন্ডস’ উত্তর৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 30, 2022 4:33 PM IST