এ কী? ভিডিও কল করে গঙ্গায় ফোন ডুবিয়ে দিচ্ছেন স্ত্রী...! কুম্ভে না এসেও হয়ে গেল স্বামীর 'পুণ্যস্নান'? ভিডিও ভাইরাল

Last Updated:

Trending Viral Video: মহাকুম্ভের পবিত্র স্নানে অনুপস্থিত স্বামী। তাই অন্য পন্থা নিলেন স্ত্রী! তাতে সাপও মরল, কিন্তু লাঠি? সেটা কি ভাঙল না? স্ত্রীর সেই কীর্তি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিও কল করে গঙ্গায় ফোন ডুবিয়ে দিচ্ছেন স্ত্রী! কুম্ভে না এসেও হয়ে গেল স্বামীর 'পুণ্যস্নান'? ভিডিও ভাইরাল
ভিডিও কল করে গঙ্গায় ফোন ডুবিয়ে দিচ্ছেন স্ত্রী! কুম্ভে না এসেও হয়ে গেল স্বামীর 'পুণ্যস্নান'? ভিডিও ভাইরাল
প্রয়াগরাজ: মহাকুম্ভের পবিত্র স্নানে অনুপস্থিত স্বামী। তাই অন্য পন্থা নিলেন স্ত্রী! তাতে সাপও মরল, কিন্তু লাঠি? সেটা কি ভাঙল না? স্ত্রীর সেই কীর্তি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই নারী তাঁর স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে সরাসরি ফোনটিকেই গঙ্গার জলে চুবিয়ে দিচ্ছেন, যেন তাঁর স্বামীও প্রতীকীভাবে স্নান সম্পন্ন করতে পারেন।
প্রয়াগরাজে অনুষ্ঠিত মহা কুম্ভ ভারতের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যেখানে কোটি কোটি ভক্ত সঙ্গমে পবিত্র নদীগুলিতে স্নান করেন। এবছর, ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন সমাপ্ত হতে চলা এই মহাযজ্ঞে রেকর্ড ৬৩ কোটি মানুষ অংশ নিয়েছেন।
advertisement
advertisement
advertisement
অনেকেই যেহেতু কুম্ভে শারীরিকভাবে উপস্থিত হতে পারেননি, তাই বিভিন্ন সৃজনশীল উপায়ে এই ধর্মীয় আচার পালন করেছেন। কেউ স্বজনদের ছবি ছাপিয়ে সঙ্গমের জলে চুবিয়ে দিয়েছেন, কেউ আবার নাম জপ করে প্রতীকী স্নান করেছেন।
advertisement
তবে, স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর এই অভিনব উপায়ই সবচেয়ে বেশি নজর কেড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই নারী একা দাঁড়িয়ে স্বামীর সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়েছেন। অন্যপ্রান্তে শুয়ে থাকা স্বামীকে তিনি বলছেন, “এই নাও তোমার স্নান!”, তারপর ফোনটিকে গঙ্গার জলে চুবিয়ে দিচ্ছেন।
advertisement
এটি দেখে নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ বিস্মিত হয়ে প্রশ্ন তুলেছেন, “যদি ফোনটা সত্যিই জলে পড়ে যেত, তাহলে স্বামী কি সরাসরি মুক্তি পেয়ে যেতেন?” আবার অনেকে হাসির ছলে তাদের অনুপস্থিত বন্ধুদের ট্যাগ করে লিখেছেন, “তোমরাও এমন চেষ্টা করতে পারো!”
তবে ফোনটি কি অক্ষত অবস্থায় আছে? জলে ফোন ডোবানোর ভিডিও দেখে শিউরে উঠলেন নেটিজেনরা। সবার মনে ঘুরছে সেই প্রশ্নই।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
এ কী? ভিডিও কল করে গঙ্গায় ফোন ডুবিয়ে দিচ্ছেন স্ত্রী...! কুম্ভে না এসেও হয়ে গেল স্বামীর 'পুণ্যস্নান'? ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement