Wife Fights With Mother in Law: রাস্তাতেই শাশুড়ি বউয়ের ভয়ঙ্কর লড়াই! 'ভগবান এমন বৌ যেন কাউকে না দেন', বলছে পাড়ার লোকেরা
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
wife fights with mother in law: রাস্তাতেই শাশুড়ি বউয়ের ভয়ঙ্কর লড়াই! 'ভগবান এমন বৌ যেন কাউকে না দেন', বলছে পাড়ার লোকেরা
advertisement
হারদোই: উত্তর প্রদেশের হারদোই জেলার পালি রামলীলা চৌরাহায় এক পরিবারে শাশুড়ি এবং বৌমার মধ্যে তুমুল ঝগড়া হয়। শাশুড়ি-বৌমার এই নাটক বেশ কিছু সময় ধরে চলতে থাকে। ঝগড়া দেখতে বিশাল জনসমাগম হয়। এই অবস্থায় কেউ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে শাশুড়ি এবং বৌমাকে থানায় নিয়ে যায়। ঘটনাটি প্রত্যক্ষ করা অনেকেই বলেন, “ভগবান এমন বৌ যেন কাউকে না দেন।” আসুন, জেনে নেওয়া যাক পুরো ঘটনাটি।
advertisement
শুক্রবার পালি রামলীলা চৌরাহায় দেখা যায় দুই মহিলা একে অপরের সাথে মারামারি করছেন। যখন লোকজন জানার চেষ্টা করে, তখন জানা যায় যে, উভয় মহিলা ভাগবান্দপুরের বাসিন্দা এবং তারা সম্পর্কে শাশুড়ি-বৌমা। বৌমার অভিযোগ, তার শাশুড়ি তাকে মারধর করেছে। অপরদিকে, শাশুড়ির অভিযোগ, তার বৌমা তাকে গালিগালাজ করে। জানা যায়, বাড়িতে রোজ ঝগড়া ও মারধরে বিরক্ত হয়ে বৌ বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। শাশুড়ি তাকে অনুসরণ করে রামলীলা চৌরাহায় ধরে ফেলে। তারপরই শুরু লড়াই।
advertisement
শাশুড়ি তার বৌমাকে বাড়ি ফিরে আসার জন্য অনুরোধ করেন, কিন্তু বৌমা কোনোভাবেই শাশুড়ির কথা মানতে রাজি ছিল না। শাশুড়ি-বৌমার মধ্যে দীর্ঘ সময় ধরে তুমুল বাক-বিতণ্ডা চলে। রাস্তার মাঝে এই নাটক দেখতে লোকজন ভিড় করে ফেলে। এদিকে, কেউ ফোন করে পালি থানায় খবর দেয়, তারপর পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকেই থানায় নিয়ে যায়।
advertisement
বৌমার অভিযোগ, বিয়ের পর ৩ মাস তার কাছে সমস্ত সোনা গয়না ছিল৷ সেই সময় তার দেওর তাকে বাড়িতে প্রবেশ করতে দেয়নি। তার বাপের বাড়ির লোকজন বিয়েতে ২.৫ লক্ষ টাকা খরচ করেছেন৷ এক টাকা কমও হয়নি। এত কিছুর পরও সে দেওর এবং শাশুড়ি কাছে রোজ মার খায়৷ আজও খেয়েছে এবং তাই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে৷
advertisement
শাশুড়ি-বৌয়ের লড়াই দেখতে রাস্তার উপর লোকজন ভিড় করে ফেলেছিল৷ তার মধ্যেই বৌমা চিৎকার করতে থাকে, “রাস্তার ওপর কেন আমায় অপমান করছেন, আমার ইজ্জত আছে। আমি বাড়ি যাব না৷” অন্যদিকে, ক্লাইম্যাক্স সিনে শাশুড়ি বৌমার পা ছুঁয়ে বাড়িতে ফিরে আসার জন্য অনুরোধ করতে থাকে। তাতেও চিঁড়ে ভেজেনি৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 25, 2024 6:14 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Wife Fights With Mother in Law: রাস্তাতেই শাশুড়ি বউয়ের ভয়ঙ্কর লড়াই! 'ভগবান এমন বৌ যেন কাউকে না দেন', বলছে পাড়ার লোকেরা