Sunlight: মিশে আছে সাত রং, তাও সূর্যের আলো সাদা বা হলুদ দেখায় কেন? জানলে চমকে যাবেন

Last Updated:

Sunlight: সূর্যের আলোর রং সাধারণত সবসময় একই থাকে। এর মূল কারণ কী, সেটাই এবার জেনে নেওয়া যাক।

সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যের রং লাল হলেও আমরা সূর্যের আলোকে সবসময় সাদা হিসেবেই দেখি। কেন? হয়তো কোনও না কোনও সময়ে, এই প্রশ্নটি অনেকেরই মনে এসেছে। সূর্যের আলোতে অনেক রং মিশে থাকে, তাই মাঝে মাঝে আমরা আকাশে রামধনুর রং দেখতে পাই, কিন্তু সূর্যের আলোর রং সাধারণত সবসময় একই থাকে। এর মূল কারণ কী, সেটাই এবার জেনে নেওয়া যাক।
প্রকৃতপক্ষে, শুধুমাত্র দুই ধরনের প্রাথমিক রং আছে। এগুলি হল উজ্জ্বল রং, যেমন লাল-সবুজ এবং নীল। দ্বিতীয়ত, যেগুলি পিগমেন্ট অর্থাৎ পদার্থের রং। এগুলিকে আমরা পেইন্টিং ইত্যাদিতে ব্যবহার করি যেমন, লাল, নীল, হলুদ। এই পিগমেন্ট রঙের ওপরে যখন আলো পড়ে, তখন এগুলি সমস্ত রং শোষণ করে এবং শুধুমাত্র সেই রঙের প্রতিফলন করে যা পদার্থটির নিজের রং।
advertisement
advertisement
উদাহরণস্বরূপ, যখন আকাশে আলো পড়ে, তখন এটি সমস্ত রং শোষণ করে এবং শুধুমাত্র নীল রঙকে প্রতিফলিত করে। যে কারণে এটি নীল দেখায়। এর স্পষ্ট অর্থ হল এটি নীল রঙের মধ্যে অন্যান্য রঙকে লুকিয়ে রেখেছে।
advertisement
এখন আলোর রঙ সম্পর্কে কথা বলা যাক। এটি যেমন আছে ঠিক তেমনই দেখা যায়। আলো যদি লাল রঙের হয় তবে তা লাল দেখাবে এবং যদি এটি সবুজ রঙের হয় তবে এটি কেবল সবুজ রঙ দেখাবে। কিন্তু যে কোনও দুটি রঙ একত্র হলেই মিশে গিয়ে নতুন রঙ তৈরি হয়। উদাহরণস্বরূপ, যদি লাল এবং সবুজ মেশানো হয় তবে এটি হলুদ দেখাবে। অর্থাৎ রঙের মিশ্রিত হওয়ার বৈশিষ্ট্য আছে। সূর্যালোক আমাদের কাছে সাদা দেখায় কারণ এটি সমস্ত প্রাথমিক রঙের মিশ্রণ। মানে সব প্রাথমিক রং এতে দ্রবীভূত হয়। ব্যাপারটিকে এই ভাবে বোঝা যেতে পারে, যদি পিগমেন্ট অর্থাৎ পদার্থের রং মিশিয়ে সাদা করতে চাই, তাহলে তা সম্ভব নয়। কারণ এদের সেই গুণটি নেই। ফলে এটি কোনও বিশিষ্ট রং দেখায় না, তাই সূর্যালোক আমাদের কাছে সাদা দেখায়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Sunlight: মিশে আছে সাত রং, তাও সূর্যের আলো সাদা বা হলুদ দেখায় কেন? জানলে চমকে যাবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement