Petrol Price : ১৯৪৭ সাল, দেশ স্বাধীন হওয়ার সময় এক লিটার পেট্রোলের দাম কত ছিল? শুনলে হা হয়ে যাবেন

Last Updated:

Petrol Price- পেট্রোলের দাম বাড়লে তার প্রভাব পড়ে বাজারে জিনিসের দামের উপর। আর সোনার দাম তো দেশে লাখ ছুঁই ছুঁই। তবে জানেন কি, একটা সময় ছিল যখন ১০ গ্রাম সোনার দাম হয়েছিল ৮৮ টাকা।

News18
News18
কলকাতা : যেমন সোনা, তেমন পেট্রোল! এই দুইয়ের দাম যেন রোজই বাড়ছে। প্রথমটা অনেকেরই রোজকার জীবনের দরকারি নয়, তবে পেট্রোল ছাড়া আমাদের কারও হয়তো জীবন চলবে না। নিজের গাড়ি বা বাইক না থাকলেও পেট্রোলের উপর আমরা সবাই কম-বেশি নির্ভরশীল। কারণ বাজারে যে জিনিসপত্র আমদানি হবে তা পেট্রোলের ভরসাতেই এক জায়গা থেকে আরেক জায়গায় যায়।
পেট্রোলের দাম বাড়লে তার প্রভাব পড়ে বাজারে জিনিসের দামের উপর। আর সোনার দাম তো দেশে লাখ ছুঁই ছুঁই। তবে জানেন কি, একটা সময় ছিল যখন ১০ গ্রাম সোনার দাম হয়েছিল ৮৮ টাকা। সে অবশ্য আজকের কথা নয়!
১৯৪৭ সাল, অর্থাৎ ভারত যে বছর স্বাধীন হল, তখন সোনার দাম ছিল এমনটাই। তখন দুধ বিক্রি হত প্রতি লিটার ১২ পয়সায়। ঘি ছিল আড়াই টাকা কেজি। সেই সময় চিনির দাম কেজি প্রতি ছিল ৪০ পয়সা, আলু ছিল ২৫ পয়সা কেজি। তখন ১ টাকায় অন্তত দু’ কেজি গম পাওয়া যেত।
advertisement
advertisement
আরও পড়ুন- রেলের কর্মীদের কি ট্রেনে টিকিট ফ্রি? ভারতীয় রেলের নিয়ম জানলে আপনিও অবাক হয়ে যাবেন
এখন কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৯২ হাজার পেরিয়েছে। ২৪ ক্যারেট সোনা ছাড়িয়েছে এক লাখ টাকা। অথচ তথ্য বলছে, ১৯৪৭ সালে ১০ গ্রাম সোনার দাম ছিল মাত্র ৮৮টাকা।
আজ থেকে ৭৮ বছর আগে এক লিটার পেট্রোলের দাম ছিল ২৭ পয়সা। এখন পেট্রোলের দাম প্রায় ১০৫ টাকা লিটার। তবে পেট্রোলের দাম দেশের বিভিন্ন জায়গায় আলাদা। আর সেই সময় অর্থাৎ ১৯৪৭ সালে এক ডলারের দাম ছিল ৪.১৬ টাকা।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Petrol Price : ১৯৪৭ সাল, দেশ স্বাধীন হওয়ার সময় এক লিটার পেট্রোলের দাম কত ছিল? শুনলে হা হয়ে যাবেন
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement