পাত্রের নাম ক্যানসার কুমার! বিয়ে হচ্ছে কার সঙ্গে? 'ভাইরাল' এই বিয়ের কার্ডে মারাত্মক এক চমক!

Last Updated:

Wedding: এ কাদের বিয়ে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বিয়ের কার্ড। যা ঘিরে বিস্ময় উপচে পড়ছে নেটদুনিয়ায়। এমনও সম্ভব? অবশ্য অচিরেই জানা গেল সত্যিটা। দেখুন।

পাত্রের নাম ক্যানসার কুমার! বিয়ে হচ্ছে কার সঙ্গে? 'ভাইরাল' এই বিয়ের কার্ডে মারাত্মক এক চমক!
পাত্রের নাম ক্যানসার কুমার! বিয়ে হচ্ছে কার সঙ্গে? 'ভাইরাল' এই বিয়ের কার্ডে মারাত্মক এক চমক!
বিড়ি কুমারী ওরফে সিগারেট দেবীর সঙ্গে শুভ পরিণয়! কার জানেন? পাত্রের নাম ক্যানসার কুমার! এই ব্যঙ্গাত্মক “বিয়ের কার্ড” সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। এ কাদের বিয়ে? জানলে চমকাবেন। কনেকে বিড়ি কুমারী নামে উল্লেখ করা হয়েছে, যিনি তামাক লালজী এবং সুলফি দেবীর “অভাগী কন্যা”।
অন্য দিকে বরকে ক্যানসার কুমার ওরফে লাইলাজ বাবু নামে পরিচিত করা হয়েছে, যিনি গুটখা লালজীএবং ভাঙ দেবীর “অবৈধ পুত্র”। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বিয়ের কার্ড। যা ঘিরে বিস্ময় উপচে পড়ছে নেটদুনিয়ায়। এমনও সম্ভব? অবশ্য অচিরেই জানা গেল সত্যিটা। দেখুন।
advertisement
advertisement
advertisement
কার্ডে “বিয়ের স্থান” হিসেবে উল্লেখ করা হয়েছে শ্মশান ঘাট, যা আসক্তির চূড়ান্ত পরিণতির প্রতীক। বিয়ের সময় হিসেবে বলা হয়েছে “অনিশ্চিত,” যা রীতিমতো হাসির খোরাক হয়েছে। তবে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এমন অভিনব পন্থা অবলম্বন! সৃজনশীল উপায়ে নেশাদ্রব্য ও তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়ানোর জন্যই এমন রসিকতা করা হয়েছে বলে জানা যায়।
advertisement
গোটা বিষয়টিই ধূমপান ও তামাক সেবনের ক্ষতিকর প্রভাবের প্রতীকী উপস্থাপনা। ইনস্টাগ্রামে পোস্ট করা কার্ডটি কয়েক মিলিয়ন ভিউ এবং অসংখ্য মন্তব্য পেয়েছে। ব্যবহারকারীরা এর সৃজনশীলতা এবং অন্তর্নিহিত সামাজিক বার্তাকে প্রশংসা করেছেন। কেউ কেউ এর সৃষ্টিকর্তাকে পুরস্কৃত করারও প্রস্তাব দিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পাত্রের নাম ক্যানসার কুমার! বিয়ে হচ্ছে কার সঙ্গে? 'ভাইরাল' এই বিয়ের কার্ডে মারাত্মক এক চমক!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement