Viral Wedding Video: কনের গলায় না দিয়ে বোনের গলায় বর-মালা পরালেন বর! বিয়ের আসরে তারপর যা ঘটল! ভয়াবহ কাণ্ড

Last Updated:

Viral Wedding Video: বিয়ের আসরে এ কী করে বসলেন বর! কনের বদলে বোনের গলায় বর মালা? তারপর যা হল ভাবতেও পারবেন না! তুমুল ভাইরাল ভিডিও

#কলকাতা: বিয়ের মরশুম মানেই মজাদার কিছু হবেই হবে! বর্তমানে স্মার্ট ক্যামেরা ও ভাইরাল ভিডিওর দৌলতে সব কিছুই মুহূর্তে চলে আসে গোটা বিশ্বের সামনেল আর বিয়ের সিজন থাকলে তো আর কথাই নেই। বিয়ের আসর থেকে প্রায় রোজ সামনে আসে নানা মজার ভিডিও। আবার কিছু ভয়াবহ ঘটনাও সামনে চলে আসে। এই যেমন বিয়ে করতে এসে বরকে ঠাসিয়ে থাপ্পড় কষান নব-বধূ! আবার কোথাও দেখা যায় গাড়ি চালিয়ে বর আনতে চলেছেন কনে নিজেই। তো আবার কোথাও কেঁদে ভাসাচ্ছেন বর বাবাজি! এমন নানা ভিডিওতে মশগুল থাকে নেটিজেনরা!
তবে সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা আপনাদের চমকে দেবে। এমন কাণ্ড ঘটতে পারে স্বপ্নেও ভাবতে পারবেন না। সিনেমাতে এমন দৃশ্য দেখা গেলেও বাস্তবে তো কিছুতেই সম্ভব নয়! এই ভিডিও দেখার পর থেকেই শোরগোল শুরু হয়েছে নেট পাড়ায়। আপনি ভিডিওটি দেখার পর দু-মিনিট বসে ভাববেন, 'এটা কী হল!" মাথার মধ্যে সব গোলমাল হয়ে যাবে!
advertisement
advertisement
advertisement
কী আছে সেই ভাইরাল বিয়ের ভিডিওতে? ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বর-কনে মালা হাতে বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে। একে অপরের দিকে লাজুক দৃষ্টিতে তাকাচ্ছেন। কনের সাজে হবু-বউ! বর কনেকে ভিড় করে ধরে দাঁড়িয়ে আছেন দুই পরিবারের লোকজন। এবার কনের গলায় মালা দেবেন বর! আর ঠিক এই সময়েই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসলেন বর বাবাজি!
advertisement
কনের পাশেই দাঁড়িয়ে ছিল কনের ছোট বোন! বর মালা পরালেন সেই বোনের গলায়। আচমকা সকলকে চমকে দিয়ে কনের গলায় মালা পরাতে গিয়ে সেই মালা পরিয়ে দিলেন কনের বোনের গলায়। তারপরেই বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে নাচতে শুরু করেন ওই বর! এদিকে এই কাণ্ড দেখে সকলের মুখ হা! আকাশ ভেঙে পড়ে কনের মাথায়! তবে কী এই ভিডিও মজা করে বানানো। না, মজা করে নয়। সত্যিই কনেকে ছেড়ে কনের বোনকে বিয়ে করে বসেন ওই যুবক। সকলের সামনে কনের বদলে বোনকে বর-মালা পরিয়ে দেন বর! এই ভিডিও সামনে আসতেই ভাইরাল হয়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Wedding Video: কনের গলায় না দিয়ে বোনের গলায় বর-মালা পরালেন বর! বিয়ের আসরে তারপর যা ঘটল! ভয়াবহ কাণ্ড
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement