মাঝ আকাশে হাঁটু মুড়ে বসে ফিল্মি কায়দায় প্রেম নিবেদন করলেন তরুণী, তারপর যা হল…চোখ ভিজল নেটিজেনদেরও
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Woman Surprises Boyfriend On IndiGo Flight: ভাইরাল ওই ক্লিপে দেখা গিয়েছিল, প্রেমিকের সঙ্গে উড়ানে উঠছেন এক মহিলা। ভিডিও এগোতেই দেখা যাচ্ছে যে, উড়ানের ভিতর প্রেমিকের দিকে হেঁটে আসছেন ওই মহিলা।
নয়াদিল্লি: প্রেমের নিবেদন ভীষণই স্পেশাল! কখনও মাঝ আকাশে, তো কখনও মাঝ সমুদ্রে প্রেমের প্রস্তাব পেয়ে থাকেন অনেকে। আসলে মনের মানুষকে চমকে দিতে এবং অবিস্মরণীয় মুহূর্ত তৈরি করতেই অনেকে বিশেষ ভাবে প্রেমের প্রস্তাব দিয়ে থাকেন। যা তাঁদের মনের মণিকোঠায় সারা জীবন থেকে যায়। সম্প্রতি মাঝ আকাশে নিজের প্রেমিককে চমক দিয়েছিলেন এক মহিলা। উড়ানের মধ্যেই প্রেম নিবেদন করে বসলেন প্রেমিককে। আর তাঁর প্রেম নিবেদনের এই মিষ্টি মুহূর্তের ভিডিও-ই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ওই ক্লিপে দেখা গিয়েছিল, প্রেমিকের সঙ্গে উড়ানে উঠছেন এক মহিলা। ভিডিও এগোতেই দেখা যাচ্ছে যে, উড়ানের ভিতর প্রেমিকের দিকে হেঁটে আসছেন ওই মহিলা। এরপরেই ইন্ডিগো উড়ানের বিমানকর্মীরা ওই প্রেমিকের জন্য একটি বিশেষ ঘোষণা করেন। এবার সামনে প্রেমিকাকে দেখে ঘটনায় রীতিমতো চমকে যান ওই যুবক। তাঁর সামনে ততক্ষণে হাঁটু মুড়ে বসে পড়েছেন ওই যুবতী। এরপরেই আসে সেই বিশেষ মুহূর্ত। প্রেম নিবেদন পর্ব সম্পন্ন হয়। পরে এই জুটির এক অন্তরঙ্গ মুহূর্ত ধরা পড়ে।
advertisement
advertisement
advertisement
তাঁদের এই মিষ্টি মুহূর্তই আপাতত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। @aishwaryabansal_ নামে একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে ভিডিওটি। তা শেয়ার করে দীর্ঘ একটি ক্যাপশনও লিখেছেন ব্যবহারকারী। লিখেছেন, “আমি মাঝ আকাশে প্রেম নিবেদন করলাম। হে ঈশ্বর, যা ভেবেছিলাম, তার থেকেও বেশি সুন্দর। আমি ওকে বেশ অন্যরকম ভাবে চমকে দিতে চেয়েছিলাম আর হঠাৎ করেই এই বুদ্ধিটা আমার মাথায় আসে। বিমানকর্মীরা আদৌ অনুমতি দেবেন কি না, তা নিয়ে অবশ্য নিশ্চিত ছিলাম না। কিন্তু এখন আপনারা জানেন কী ঘটেছে!”
advertisement
ভিডিওটি শেয়ার করার কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়েছে। ১২ লক্ষ ভিউ ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ লাইক করেছেন ভিডিওটি। লাইকের সংখ্যাও বাড়ছে। কমেন্টবাক্সও উপচে পড়েছে শুভ কামনায়। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, “কী মিষ্টি।” আর একজন লিখেছেন, “ওমা! খুবই ভাল লাগল।” মিষ্টি ওই জুটির জন্য রইল অভিনন্দন। অন্য এক নেটিজেন লিখেছেন, “মেয়েরাও স্ট্যান্ডার্ড বাড়াচ্ছেন।” আবার এক নেটাগরিক লিখেছেন, “কী আদুরে ভিডিওটি!”
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2024 3:50 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মাঝ আকাশে হাঁটু মুড়ে বসে ফিল্মি কায়দায় প্রেম নিবেদন করলেন তরুণী, তারপর যা হল…চোখ ভিজল নেটিজেনদেরও