বাঘকে আদর করতে দেখেছেন কখনও? মানুষের সঙ্গে এই হিংস্র প্রাণীর প্রেম দেখে তাজ্জব নেটিজেনরা
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
বাঘকে জড়িয়ে ধরে আদর করতে দেখেছেন কখনও?
#নয়াদিল্লি: বাঘকে সাধারণত চিড়িয়াখানার খাঁচায় দেখা যায়। কিন্তু বাঘকে জড়িয়ে ধরে আদর করতে দেখেছেন কখনও? শুনতে অবাক লাগলেও এরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা গিয়েছে, এক সঙ্গে ৩-৪টে বাঘের সঙ্গে খেলা করছে এক মহিলা। আরও আশ্চর্যের এক ব্যপার হল, তারই মধ্যে একটি বাঘকে একেবারে জড়িয়ে ধরে আদর করছে মহিলাটি। শুধুতাই নয়, বাঘের ঠোঁটে চুমুও দিচ্ছে সে। মহিলাটি বাঘটিকে ছাড়তে গেলেও কিছুতেই তাকে ছাড়তে চাইছে না বাঘ।বাঘের আদরের ঠেলায় রীতিমত কাহিল হয়ে পড়ে সেই মহিলা।
advertisement
advertisement
advertisement
ভয়ঙ্কর এই প্রাণী ও মহিলার প্রেম থেকে আশ্চর্য নেটিজেনরা। যে প্রাণী কি না মানুষ দেখলেই খেতে চায় তার এই মানুষের প্রতি ভালবাসা দেখে তাজ্জব হয়েছেন নেটিজেনরা। ভিডিওটি ইনস্টাগ্রাম থেকে শেয়ার হওয়া মাত্রই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
কেউ কেউ আবার কমেন্ট করে লিখেছন এটা আমার দেখা সবচেয়ে সেরা দৃশ্য। বাঘের সঙ্গে মানুষের বন্ধুত্ব সাধারণত গল্পে শোনা যায়,কিন্তু বাঘে মানুষে এমন মাখো মাখো প্রেম স্বচক্ষে দেখে বিশ্বাস করতে পারছেন না অনেকেই।
view commentsLocation :
First Published :
November 08, 2022 1:12 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বাঘকে আদর করতে দেখেছেন কখনও? মানুষের সঙ্গে এই হিংস্র প্রাণীর প্রেম দেখে তাজ্জব নেটিজেনরা