বৃষ্টি আর বউয়ের মধ্যে কী মিল? উত্তরে যুবক যা বললেন ৯৯ শতাংশ বিবাহিত পুরুষই সমর্থন করবেন

Last Updated:

বৃষ্টি আর বউয়ের মধ্যে কী মিল? শুনলে মনে হবে, বড় উদ্ভট প্রশ্ন! এ যেন আপেল আর কমলালেবুর মধ্যে মিল খোঁজার চেষ্টা। কিন্তু যুবকের উত্তরে সবকিছু জলবৎ তরলং।

বৃষ্টি আর বউয়ের মধ্যে কী মিল? উত্তরে যুবক যা বললেন
বৃষ্টি আর বউয়ের মধ্যে কী মিল? উত্তরে যুবক যা বললেন
Viral Video: এক পশলা বৃষ্টি হয়েছে একটু আগেই। রাস্তায় কাদা, কোথাও জমা জল। তার মধ্যে হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে পোস্টার নিয়ে দাঁড়িয়ে এক যুবক। তাতে একটা প্রশ্ন, “বৃষ্টি আর বউয়ের মধ্যে মিল কোথায়?” ভরা বাজারে যুবকের এমন কাণ্ড দেখে অবাক পথচারীরা। পোস্টারেই উত্তর লিখে দিয়েছেন যুবক। যা দেখে হাসি থামছে না কারও। মুচকি মুচকি হাসছেন মহিলারাও।
বৃষ্টি আর বউয়ের মধ্যে কী মিল? শুনলে মনে হবে, বড় উদ্ভট প্রশ্ন! এ যেন আপেল আর কমলালেবুর মধ্যে মিল খোঁজার চেষ্টা। কিন্তু যুবকের উত্তরে সবকিছু জলবৎ তরলং। ৯৯ শতাংশ বিবাহিত পুরুষই যে ওই যুবকের সঙ্গে একমত হবেন, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। মহিলারা হয়ত প্রকাশ্যে অসম্মতি জানাবেন, কিন্তু মনে মনে তাঁরাও স্বীকার করে নেবেন এই সার সত্য।
advertisement
advertisement
জলকাদার মধ্যে পোস্টার হাতে দাঁড়িয়ে থাকা যুবকের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও-তে দেখা যাচ্ছে, গোড়ালি জলে দাঁড়িয়ে যুবক। চারপাশে কাদা। একটু আগেই সম্ভবত বৃষ্টি হয়েছে। যুবকের হাতে সাদা ব্যানার। তাতে লেখা, “বৃষ্টি এবং বউ, শুরুতে ভালই লাগে। কিন্তু তারপর শুধু কাদা, কাদা আর কাদা…।“
advertisement
advertisement
পথচলতি মানুষ থমকে দাঁড়াচ্ছেন যুবকের সামনে। পোস্টার পড়তেই মুখে একগাল হাসি। মহিলারাও ঘুরে ঘুরে দেখছেন। হাসি থামছে না তাঁদেরও। এমনকী রাস্তায় কর্তব্যরত পুলিশকর্মীকেও যুবকের হাতের পোস্টার দেখে অপলক দৃষ্টিতে চেয়ে থাকতে দেখা গিয়েছে। হয়ত মনে মনে তিনিও যুবকের সঙ্গে একমত, তবে ভিডিওতে তা বোঝা যায়নি।
ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিওতে এখনও পর্যন্ত ৫ কোটি ৫১ লাখের বেশি ভিউ হয়েছে। লাইক করেছেন ২০ লাখ ইউজার। শেয়ার হয়েছে লক্ষাধিক। ভিডিওটি শেয়ার করেছেন বিশাল। তিনি নিজেও প্র্যাঙ্ক এবং কমেডি ভিডিও তৈরি করেন। প্রায় ৯ লাখ ৪৬ হাজারের বেশি ফলোয়ার রয়েছে তাঁর। ভিডিও-র ক্যাপশনে বিশাল লিখেছেন, “বৃষ্টিতে কিচকিচ”। মাত্র এক সপ্তাহে ৭ হাজারের বেশি কমেন্ট করা হয়েছে ভিডিওটিতে।
advertisement
কমেন্টে বিস্তর হাসিঠাট্টা হলেও কেউ কেউ ভিডিওটিকে সিরিয়াসলিও নিয়েছেন। অনাবিয়া আনসারি নামের এক মহিলা তুলোধনা করেছেন বিশালকে। তিনি লিখেছেন, “বৃষ্টি আর বউ ছাড়া আপনি বন্ধ্যা। জীবনে কাদা, ময়লারও প্রয়োজন রয়েছে। কয়েকদিন আগেই তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁয়েছিল। গরমে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তখন শুধু বৃষ্টির কথাই ভাবছিলাম। একইভাবে যাঁদের জীবনে বউ জোটেনি তাঁদেরও ছুটে বেড়াতে হয়। তাই দুজনকে ছাড়া বাঁচতে পারলে আমাকে জানান”।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বৃষ্টি আর বউয়ের মধ্যে কী মিল? উত্তরে যুবক যা বললেন ৯৯ শতাংশ বিবাহিত পুরুষই সমর্থন করবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement