Milkshake Murders Trailer: ওটিটি-তে প্রথমবার একসঙ্গে নীল-তৃণা, জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুক্তি পেল ট্রেলার

Last Updated:

Milkshake Murders Trailer Launch: এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাস, নীল ভট্টাচার্য, তৃণা সাহা এবং জয়ী দেব রায়কে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন অলোক সান্যাল, তপস্যা দাশগুপ্ত, জয়ন্ত মণ্ডল, রানা মুখোপাধ্যায়, অগ্নিভ জুন বন্দ্যোপাধ্যায়, অঙ্কিতা রায়, চয়ন দে এবং সহেলি মণ্ডল।

নীল-তৃণা
নীল-তৃণা
কলকাতা: এক ব্যর্থ লেখক। থাকেন থাইল্যান্ডের পাট্টায়াতে। বড় প্রকাশককে দিয়ে বই ছাপানোর চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছেন। হতাশায় ডুবে সকলের থেকে নিজেকে আড়াল করার জন্য লেখক যান ফিফি দ্বীপে। সেখানে আকস্মিক ভাবে তাঁর দেখা হয়ে যায় এক বিচিত্র ব্যক্তিত্বের সঙ্গে। বাঙালি এই ভদ্রলোক আবার কিছুটা পাগলাটেও বটে! ফলে প্রবাসে দুই বাঙালির বন্ধুত্ব গড়ে উঠতেও বেশি সময় লাগেনি। কথায় কথায় লেখক জানতে পারেন যে, ওই পাগলাটে ভদ্রলোকের লেখা প্রথম বইটি এক নামজাদা প্রকাশনা একটা বড়সড় অঙ্ক দিয়ে ছাপছে। আর এখান থেকেই নতুন এক মোড় নেয় গল্পের প্রেক্ষাপট। এর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঘটে যায় কিছু চাঞ্চল্যকর ঘটনা। এই সমস্ত কিছুর উত্তরই মিলবে ক্লিক ওটিটি-র প্রথম আন্তর্জাতিক স্তরের রহস্যময় ওয়েব সিরিজ ‘মিল্কশেক মার্ডার্স’ (Milkshake Murders)।
advertisement
সম্প্রতি মুক্তি পেয়েছে এই রুদ্ধশ্বাস থ্রিলারধর্মী সিরিজের ট্রেলার। চলতি মাস, অর্থাৎ জুলাইতেই ক্লিকে এক্লক্লুসিভ স্ট্রিমিং হতে চলেছে এই সিরিজের। পরিচালনা করেছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি গল্প, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, আবহ সঙ্গীত, সম্পাদনা, রং বিন্যাসের দায়িত্বও সামলেছেন তিনি। এই সিরিজটি প্রযোজনা করেছেন ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়।
advertisement
এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাস, নীল ভট্টাচার্য, তৃণা সাহা এবং জয়ী দেব রায়কে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন অলোক সান্যাল, তপস্যা দাশগুপ্ত, জয়ন্ত মণ্ডল, রানা মুখোপাধ্যায়, অগ্নিভ জুন বন্দ্যোপাধ্যায়, অঙ্কিতা রায়, চয়ন দে এবং সহেলি মণ্ডল। এই সিরিজে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন প্রতীক রায়। আর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন মণিশঙ্কর দেবনাথ এবং অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। আর্ট ডিরেকশনের দায়িত্বে ছিলেন সুভারতী বিশ্বাস। সাউন্ড ডিজাইন এবং ভিএফএক্স করেছেন তীর্থঙ্কর মজুমদার এবং রজত দলুই। সিরিজের পোশাক পরিকল্পনা করেছেন নন্দিনী সেনগুপ্ত। আর মেকআপের দায়িত্বে রয়েছেন রাজদীপ।
advertisement
পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের কথায়, “মিল্কশেক মার্ডারস নতুন যুগের দ্রুত গতি সম্পন্ন এক ব্যতিক্রমী থ্রিলার। এর চরিত্রগুলি ভাগ্যের হাতে আকস্মিক সাফল্যের খেলায় লিপ্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত নিরাশা আর নিদারুণ যন্ত্রণার জালে জড়িয়ে পড়ে চরিত্রগুলি। প্রথমবার ক্লিকের সঙ্গে আন্তর্জাতিক প্রেক্ষাপটে কাজটা করে যথেষ্ট আনন্দ পেয়েছি। এখানে অবশ্যই উল্লেখ করব কলাকুশলীদের কথা। তাঁরা এভাবে পাশে থেকে সহযোগিতা না করলে এই কাজটা করা সম্ভব ছিল না।”
advertisement
অভিনেতা সৌরভ দাস বলেন, “কাটাকুটি এবং পিকাসো-তে অভিনয় করার পরে এটি ক্লিকের সঙ্গে আমার তৃতীয় সিরিজ। আর প্রতিটি সিরিজেই আমার চরিত্রায়ন অনন্য, মৌলিক ভাবে ভিন্ন এবং আকর্ষণীয়। আউটডোর শ্যুটিং এর সময়সূচি খুব কঠিন ছিল। কিন্তু পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার প্রথম আউটডোরে শ্যুটিং যাওয়ার অভিজ্ঞতাটি অসাধারণ।”
advertisement
অভিনেতা নীল ভট্টাচার্যের কথায়, “এই সিরিজটি খুবই স্পেশাল এবং বিভিন্ন কারণে আমার হৃদয়ের খুব কাছাকাছি। একজন অভিনেতা হিসেবে ছোট পর্দায় বেশ কয়েক বছর কাটানোর পর ওয়েব সিরিজে এটাই আমার প্রথম পদার্পণ। আমি আমাদের পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় এবং ক্লিকের কাছে কৃতজ্ঞ যে, তাঁরা আমার উপর বিশ্বাস রেখেছেন এবং আমাকে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ চরিত্রকে তুলে ধরার আত্মবিশ্বাস জুগিয়েছেন।”
advertisement
অভিনেত্রী তৃণা সাহার বক্তব্য, “এটি ক্লিকের সঙ্গে আমার দ্বিতীয় সিরিজ। আর আমার উভয় কাজই প্রযোজক ও পরিচালক হিসাবে অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় এবং ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়ের টিমের সঙ্গে ছিল। আন্তর্জাতিক লোকেশনে শ্যুট করা আমার প্রথম ওয়েব সিরিজ। আর এই ওয়েব সিরিজে আমার স্বামী নীলের সঙ্গেও আমার প্রথম কাজ। আমি খুব উৎসুক ভাবে এর জন্য অপেক্ষা করে রয়েছি।”
advertisement
প্রয়োজক ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায় প্রয়োজক ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়
প্রযোজক ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “ক্লিক-এর সঙ্গে এটি আমার তৃতীয় কাজ। গত দুই বছর ধরে তাঁরা আমার পাশে থেকেছেন। অভয় তাঁতিয়ার দৃঢ় সংকল্প এবং নীরজ তাঁতিয়ার প্রাণবন্ত প্রচেষ্টা ধারাবাহিক ভাবে এই সিরিজের বিষয়বস্তুকে সর্বোচ্চ স্তরে উন্নীত করতে সহায়তা করেছে। রিঙ্গো বরাবরের মতো তাঁর প্রযুক্তিগত দক্ষতা এবং সৃজনশীলতা উভয় দিয়েই এই সিরিজে তাঁর দক্ষতা প্রদর্শন করেছেন।”
ক্লিক ওটিটি-র ডিরেক্টর নীরজ তাঁতিয়া বলেন যে, “দর্শকদের কাছে থ্রিলার স্ক্রিপ্টের চাহিদার একটা উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। লেখক, পরিচালক, সিনেমাটোগ্রাফার এবং সম্পাদক হিসেবে অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় একজন অসাধারণ সৃজনশীল কিউরেটর। জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস, নীল ভট্টাচার্য, তৃণা সাহা এবং জয়ী দেব রায়ের সঙ্গে এই সিরিজ বানাতে পেরে আমরা আনন্দিত। আমরা এই সিরিজে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছি। প্রেম, প্রতারণা, বিভ্রাট এবং দ্বিধার আবেগে বিস্তৃত ক্যানভাসকে চিত্রিত করবে এই সিরিজ।”
বাংলা খবর/ খবর/বিনোদন/
Milkshake Murders Trailer: ওটিটি-তে প্রথমবার একসঙ্গে নীল-তৃণা, জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুক্তি পেল ট্রেলার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement