Mirzapur 3: ‘মির্জাপুর সিজন ৩’-র সলোনি ভাবি এখন জাতীয় ক্রাশ; জানেন কি দাদ্দা ত্যাগীর পুত্রবধূর আসল পরিচয়?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Who is Mirzapur 3's Saloni Bhabhi: ‘মির্জাপুর সিজন ২’-তে দাদ্দার জ্যেষ্ঠ পুত্র ভরত ত্যাগির সঙ্গে বিয়ে হয়েছিল সলোনির। সিজন ৩-তে এই ভূমিকায় দারুণ অভিনয় করে নজর কেড়ে নিয়েছেন তিনি।
advertisement
advertisement
সলোনি ত্যাগীর চরিত্রে যিনি অভিনয় করেছেন, তাঁর আসল নাম নেহা সরগম। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় তিনি। তবে প্রথমে অবশ্য অভিনয়ে আসতে চাননি নেহা। সঙ্গীতশিল্পী হতে চেয়েছিলেন তিনি। নেহা আদতে বিহারের পটনার বাসিন্দা। মা এবং বোনের সঙ্গে মুম্বইয়ে গিয়ে বাস করতে শুরু করেন অভিনেত্রী। বরাবরই তাঁর দু’চোখে ছিল গায়িকা হওয়ার স্বপ্ন।
advertisement
advertisement
২০১২ সালে ‘রামায়ণ: সবকে জীবন কা আধার’ ধারাবাহিকে সীতার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। টেলি অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয়তা লাভও করেছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবনে অভিনেত্রী কি সিঙ্গেল। কিছু প্রতিবেদন অনুযায়ী, একটা সময় টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেতা নীল ভাটের সঙ্গে সম্পর্কে ছিলেন নেহা সরগম। প্রায় তিন বছর স্থায়ী হয়েছিল তাঁদের সেই সম্পর্ক। যদিও ব্যক্তিগত মতভেদের কারণে তাঁদের সেই প্রেমের সম্পর্ক ভেঙে যায়। ফলে তাঁরা আলাদা হয়েই জীবনে এগিয়ে যান।